কেরানীগঞ্জে র্যাবের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা, মোঃ ইমরান হোসেন ইমু,
ঢাকার কেরাণীগঞ্জ পৃথক তিনটি অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব- ১০ এর মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় (২২শে এপ্রিল) বৃহস্পতিবার রাত একটার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া বেপারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সালমান (২৬) ও মোঃ আহসান সেলিম (২৬) নামের ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।এসময় তাদের নিকট থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট,মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মটর সাইকেল, ০৩ টি মোবাইল ফোন ও নগদ- ৪০০/- টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই দিন দুপুরে র্যাব- ১০ এর উক্ত আভিযানিক দল কেরাণীগঞ্জ মডেল থানাধীন কসাইভিটা ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন পূর্ব চড়াইল এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ওয়াহিদা বেগম (৫০) ও মোঃ রুবেল হোসেন (২৫) নামের ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।এসময় তাদের নিকট থেকে ০১ কেজি ৪৩৫ গ্রাম গাঁজা,০২ টি মোবাইল ফোন ও নগদ- ১০০০/- টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও একই রাতে র্যাব- ১০ এর অপর একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর পূর্ব পাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে সোহেল (২০) নামের০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।এসময় তার নিকট থেকে ৭৫ (পঁচাত্তর) গ্রাম গাঁজা ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জ ও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com