শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে ডিবির অভিযানে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৩ পেশাদার ডাকাত গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব জাহিদুল ইসলাম খানের সার্বিক সহযোগিতায়, জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে ডিবি (দক্ষিণ)-এর একটি চৌকস টিম গত ০৪ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ১) আব্দুল হক স্বপন (৫৪), ২) মোঃ আনোয়ার হোসেন (৫৬) এবং ৩) আবুল কালাম আজাদ ওরফে উথান (৫৪)—এই তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে উদ্ধার করা হয়
৪টি কালো রঙের “র্যাব” লেখা কটি
১টি ওয়াকিটকি
২টি প্লাস্টিকের পিস্তল ও ২টি পিস্তলের কভার
১ জোড়া স্টিলের হ্যান্ডকাফ
ডিবির সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র আইনের মামলা রয়েছে।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।