শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ যৌতুক মামলায় পরোয়ানাভুক্ত আসামী রুবেল (২৯) রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! ঠাকুরগাঁওয়ে বিআরটিএ টাকা ছাড়া মেলে না ড্রাইভিং লাইসেন্স ! কেরানীগঞ্জে জনতার সহায়তায় র‍্যাব পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক। ঠাকুরগাঁওয়ে গার্ল গাইডস এসোসিয়েশনের মতবিনিময় সভা । ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী জিল্লুর (৩২) রাজধানীর লালবাগ থানা এলাকায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ণের দাবি অব্যাহত। ড. মাহামুদুর রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন। কেরানীগঞ্জে গার্মেন্টস পল্লী এলাকায় বস্তার ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর খন্ডিত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

কেরাণীগঞ্জে কেন্দ্র পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী প্রশ্ন ফাসঁ গুজবে কান দিবেন না

কেরাণীগঞ্জে কেন্দ্র পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী
প্রশ্ন ফাসঁ গুজবে কান দিবেন না
শামীম আহম্মেদ.
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, বিগত সময়ে আমরা দেখেছি একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা করেছে। এমনকি প্রশ্ন ফাঁসের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়ার ঘটনাও ঘটেছে। এবার এ ব্যাপারে আমরা যথেষ্ঠ শতর্কতা অবলম্বন করে আসছি। আমাদের গোয়েন্দা সংস্থার নজরদারিও রয়েছে যথেষ্ট । কাজেই প্রশ্ন ফাসের গুজবে কান না দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন। দিপু মনি বলেন, আজই শুরু হয়েছে ২০১৯সালের জেএসসি-জেডিসি পরীক্ষা। চলমান এ পরীক্ষায় এ পর্যন্ত কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি, আর ঘটবেও না। আজ ২নভেম্বর শনিবার কেরানীগঞ্জের জিনজিরা পী. এম পাইলট স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এসময় অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস গুজবে আপনারা কেউ কান দিবেন না। এ বিষয়ে কেউ যদি আপনাদেরকে প্রলোভন দেখায় তাদের ফাদে পা দিবেন না। শিক্ষামন্ত্রী বলেন,আপনারা যদি সন্তানের ভালো ফলাফলের জন্য অনৈতিক পদ্ধতি অবলম্বন করেন তবে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।
জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা শুরুর আগেই তিনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময় পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের অসুবিধা হয়। তাই এবার পরীক্ষা শুরুর আগেই কেন্দ্র পরিদর্শন করা হলো।
এসময় শিক্ষামন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল কামরুল হাসান সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার জাহান,জিনজিরা পী. এম পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিচালক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রতিষ্ঠান প্রধান ড.আবুবকর ছিদ্দিক প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host