বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান।
প্রতিনিধি,কেরাণীগঞ্জ (ঢাকা):
ঢাকার কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক প্রফেসর ফকীর মোহাম্মদ নূরুজ্জামান। কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার পিবিজিএসআই স্কিম (মাউশি) সহকারী পরিচালক প্রফেসর আবু জাফর মোঃ সেলিম, কেরাণীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন মোল্লা ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার। সভাপতির বক্তব্যে রিনাত ফৌজিয়া বলেন, বাংলাদেশের সরকার প্রধানের প্রধান উপদেষ্টা ড.ইউনুস স্যারের নির্দেশনায় শিক্ষার মান আরো বৃদ্ধি পেয়েছে। শিক্ষার ক্ষেত্রে নজরধারী চালিয়ে সংস্কারের মাধ্যমে দেশে আরো মেধাবী শিক্ষার্থী বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ম্যানেজিং কমিটি বা গর্ভনিং বডির চেয়ারম্যান গুলো শিক্ষানুরাগী হলে শিক্ষার মান ক্রমাগত বৃদ্ধি পাবে। গরিব বা দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের খেয়ল রাখা, যাতে অর্থের অভাবে তার যেন জড়ে না পরে। বয়সসন্ধি কালিন ব্যাপারে শিক্ষার্থীদের সচেতনসহ তাদের পরিচর্যা করতে হবে। বাল্যবিবাহ বন্দ করতে হবে। শিক্ষার্থীদের অনুপ্রেরণাসহ তাদের চলার সঙ্গীদেরও খোজ খবর রাখতে হবে। পরিশেষে উপস্থিত শিক্ষার্থীদের মেধাবী হওয়ার সাথে সাথে মানবিক হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি ২০২২ /২০২৩ সালের ২৬জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্টসহ সার্টিফিকেট বিতন করা হয়।