বুধবার, ২১ মে ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এর উদ্দ্যেগে “এপি লেভেল শিশু উপদেষ্টা কমিটি” গঠন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম দফতরে চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা। ফরিদপুরের ভাঙ্গায় কুদ্দুস মোল্লা হত্যা মামলার আসামী দবির মাতুব্বর (৬৫) ঢাকার কেরাণীগঞ্জ হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে মাঠে কাজ করে যাচ্ছেন- এডভোকেট এম হেলাল উদ্দিন ঠাকুরগাঁওয়ে নড়বড়ে কাঠের ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে স্কুলে যায় শিশুরা ! যে দেশে গণমাধ্যম স্বাধীন, সে দেশগুলোতে দুর্ভিক্ষ হয়না। অধ্যাপক তামিজী যৌতুক মামলায় পরোয়ানাভুক্ত আসামী রুবেল (২৯) রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! ঠাকুরগাঁওয়ে বিআরটিএ টাকা ছাড়া মেলে না ড্রাইভিং লাইসেন্স ! কেরানীগঞ্জে জনতার সহায়তায় র‍্যাব পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক।

আজ থেকে উন্নতমানের নাস্তা পাচ্ছেন কারাবন্দিরা

: জুন ১৬, ২০১৯, ০৮:৫৮ এএম

আজ থেকে উন্নতমানের নাস্তা পাচ্ছেন কারাবন্দিরা 

ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ সারাদেশের ৬ কারাগারে উন্নতমানের নাস্তা পরিবেশন করা হচ্ছে। নাস্তার নতুন তালিকায় সপ্তাহে ২ দিন তারা পাবেন ভুনা খিচুড়ি, ৪ দিন সবজি-রুটি, বাকি ১ দিন হালুয়া-রুটি।রোববার (১৬ জুন) সকাল থেকে খাবারের এই তালিকা কার্যকর হচ্ছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এ বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে আসছেন। তিনি বন্দির জন্য উন্নতমানের নাস্তা বিতরণের উদ্বোধন করবেন।  

জেলার মাহবুবুল ইসলাম বলেন, নাস্তার নতুন এই তালিকার বিষয়টি জেনে কারাবন্দিরা আনন্দ প্রকাশ করেছে। এছাড়াও কারাবন্দিদের বিষয় মাথায় রেখে দীর্ঘ যুগের তালিকা পরিবর্তন করায় বন্দিরা প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।   

কারা সূত্র জানায়, কারাগার প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সকালের নাস্তায় একটি তালিকা ছিল। সকালের নাস্তায় একজন কয়েদি পেত ১৪.৫৮ গ্রাম গুড় এবং ১১৬.৬ পরিমাণ আটা (সমপরিমাণ রুটি)। একই পরিমাণ গুড়ের সঙ্গে একজন হাজতি পেত ৮৭.৬৮ গ্রাম আটা (সমপরিমাণ রুটি)। কারাগার প্রতিষ্ঠার পর থেকে একই তালিকাতে সকালের নাস্তা পাচ্ছিল দেশের কারাবন্দিরা। অবশেষে বর্তমান সরকারের তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর মানবতায় কারাবন্দিদের জন্য বরাদ্দ করা সকালের নাস্তার তালিকা পরিবর্তন হল। 

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host