শনিবার, ১২ Jul ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
রজ্জব আলি পিন্টু ও সাবাহ করিম লাকি’র আজীবন বহিষ্কারদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহবান যুবদলের।
গত ৯ জুলাই ২০ রাজধানীর মিটফের্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংস ভাবে হত্যাকান্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার আসামী কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ন আহবায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোলায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।সেই আইনশৃঙ্খলা বাহিনীকে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন। আজ শুক্রবার যুবদল কেব্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সাক্ষরিত এক প্রস বিজ্ঞপ্তিতে তথ্য জানোনা হয়।