সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
বুড়িগঙ্গায় নৌকাডুবিতে ৩ জনের লাশ উদ্ধার, নিখোঁজ একজন।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীতে এম,ভি প্যারাডাইস নামের বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবিতে একই পরিবারের দুই শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো একজন জন নিখোঁজ রয়েছে।
আজ সোমবার সকাল দশটায় কেরানীগঞ্জ মডেল থানাধীন খাগাইল ফ্যানফ্যাক্টরি ঘাট বরাবর এ ঘটনা ঘটে। এতে রেখা বেগম (২৯), ও তার মেয়ে সানজিদা (৮) এবং রেখা বেগমের বোনের ছেলে শফিকুল (৭) নামের জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল। এছাড়া এখনো পর্যন্ত শীতল (২৭) নামের একজন নিখোঁজ রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক (জোন-৫) হাফিজুর রহমান জানান, সকাল দশটার দিকে একই পরিবারের সাতজন সহ ১১জন একটি ডিঙ্গি নৌকায় উঠে নদী পারাপারের সময় বালূবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে যায়। এতে ৭ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ৪ জন নিখোঁজ ছিল। পরবর্তীতে আমরা এসে একে একে এ পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার করেছি। একজন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।
বরিশুর পুলিশের ইনচার্জ আব্দুস সোবাহান জানান, আমরা বাল্কহেডটি ও এর চালক এবং সহকারীসহ ৬ জনকে আটক করতে সক্ষম হয়েছি।