রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন দিলো জাতীয় পার্টি। ঢাকা জেলার ডিবি অভিযানে ৫৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। দেশ ছেড়ে পালালেও স্বস্তিতে নেই সাবেক ছাত্রনেতা আবুল বসার কেরানীগঞ্জে ময়লার ডাম্পিং স্টেশন সরিয়ে রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন। নাটোর – ১ আসনে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ পেলেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত আশুলিয়া থানার মো. রুবেল হাওলাদার, পিপিএম গণভোট মানে কী গণভোট হলো এমন একটি ভোট। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তে গণভোটের ভূমিকা ঢাকা জেলা ডিবির বিশেষ অভিযানে ২ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার। মোল্লাহাটে গরিব ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করলেন ওসি কাজী রমজানুল হক।

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন দিলো জাতীয় পার্টি।

চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন দিলো জাতীয় পার্টি

স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে ধানের শীষের সমর্থনে জেলা জাতীয় পার্টির মতবিনিময় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৫ জানুয়ারী) দুপুরে শহরের বিপনীবাগ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, ছাত্রজীবন থেকেই আদর্শকে ধারণ করে আমি রাজনীতি করে আসছি। আমার দল, আমার দেশ ও দেশের মাটির প্রতি আমার গভীর মমত্ববোধ রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন—আমাদের দলের চেয়ারম্যান, দেশের আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ থেকে দেশে ফিরে বিমান থেকে নেমেই দেশের মাটিতে পা রেখে জুতা খুলে মাটি হাতে নিয়ে গন্ধ শুকিয়েছেন। এটি দেশের প্রতি তাঁর ভালোবাসার স্পষ্ট প্রমাণ।

তিনি আরও বলেন, এই সমাবেশস্থল থেকে কয়েক হাত দূরেই আমার জন্ম ও বেড়ে ওঠা। এই শহরেই আমি পড়াশোনা করেছি, এখান থেকেই পেশাগত জীবনের সূচনা। আপনাদের সামনে দৃঢ়চিত্তে বলতে চাই—আজ পর্যন্ত কোনো অন্যায় বা অপরাধের সঙ্গে আমি জড়িত নই। আমি আপনাদের সন্তান, আর সন্তান হিসেবেই আপনাদের সেবা করতে চাই।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আপনারা সবাই বিএনপির প্রতীক, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক—ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। আমি বিজয়ী হলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হলে ইনশাল্লাহ চাঁদপুরবাসীর দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে।

চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ মো. সিরাজুল ইসলাম সিরু মিজির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।

সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির খানের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাও. জাকির হোসেন হিরু, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক শাহাজান মাতব্বর, হাইমচর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক গোলামুন্নী লিটন, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব ফেরদৌস খান, জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক হান্নান ঢালী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব কামরুল ইসলাম, জেলা মহিলা পার্টির সদস্য সচিব শাহিন স্বপ্না, রামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলম তালুকদার প্রমুখ।

সমাবেশ শুরুর পূর্বে চাঁদপুর শহরের বিভিন্ন ওয়ার্ড এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল সমাবেশস্থলে এসে মিলিত হয়। এতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে এবং ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থনের চিত্র ফুটে ওঠে।

উল্লেখ্য, প্রধান অতিথির বক্তব্যের পূর্বেই জাতীয় পার্টির চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার নেতৃবৃন্দ পৃথক বক্তব্যে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি তাদের পূর্ণ সমর্থন ঘোষণা করেন এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

১০

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host