সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ৪,৫০০ (চার হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের নগদ ৪,১০,০০০/- (চার লক্ষ দশ হাজার) টাকা-সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নতুন মৌলিক গান “বশীকরণ তাবিজ” নিয়ে আবারও আলোচনায় কণ্ঠশিল্পী রাকা পপি নয়াবাজারে নারীকে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ: মানবাধিকার সংস্থায় অভিযোগ দায়ের। প্রিয় ঢাকা ৭ আসনবাসী আসসালামু আলাইকুম। আমি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি। কেরানীগঞ্জে ডিবি (দক্ষিণ) এর অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিএনপি নেতা ও জনপ্রিয় কাউন্সিলর ইকবাল হোসেনকে মেয়র হিসেবে দেখতে চান নারায়ণগঞ্জবাসী বহিস্কারাদেশ প্রত্যাহারে ফুলেল শুভেচ্ছা অব্যাহত আসন্ন নির্বাচন বাঁধা দেওয়ার ক্ষমতা কারো নাই — আমান উল্লাহ আমান ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ(ওয়াই.সি.বি)র সভাপতি অধ্যাপক ড. মো: তৌফিকুল ইসলাম মিথিল ও আন্তর্জাতিক যুব সংগঠক এম্বাসেডর সোহাগ মহাজন মহাসচিব নির্বাচিত। জুলাই সনদ পাশ করার দায়িত্ব সরকারের, তবে সংবিধানকে লংঘন করে নয় —- বাবু গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জে নতুন সোনাকান্দা পশুর হাটের প্রধান আকর্ষনীয় ২৩ মন ওজনের সুলতান নামে এই গরু

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ রাজধানী ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার নতুন সোনাকান্দা পশুরহাটের প্রধান আকর্ষনীয় ২৩ মন ওজনের সুলতান সুলতান নামের এই বিশাল গরুটি নতুন সোনাকান্দা পশুর হাটে দেখা গেছে। ওজন প্রায় ১০০০ কেজি! যার দাম হাকা হচ্ছে ১০ লক্ষ টাকা ।
নিজ এলাকার হাটের আকর্ষণ বাড়াতে শহরে না নিয়ে গ্রামের হাট ‘নতুন সোনাকান্দা’ পশুর হাটেই গরুটি বিক্রির জন্য তুলেছেন নতুন সোনাকান্দা গ্রামের শাওকাত হোসেন। তিনি গরুটির দাম চাচ্ছেন ১০ লক্ষ টাকা। তবে ভালো ক্রেতা পেলে কমবেশি করে বিক্রি করে দিবেন সুলতানকে।
বিশাল আকৃতির ৫ বছর বয়সী সুলতানকে ৩ বছর ধরে লালনপালন করেছেন মালিক শাওকাত হোসেন। সম্পূর্ণ অর্গানিক পদ্ধুতিতে লালনপালন করা সুলতানকে দেখাশোনা দায়িত্বে রয়েছে ২ জন লোক, দূর থেকে দেখলে সুলতানকে দেখে মনে হবে বিশালাকৃতির মহিষ, লম্বা ও উচ্চতা মহিষের চেয়েও বড়, গরুটির নিচের অংশে সামান্য কিছু স্থান সাদা ছাড়া পুরোটাই কালো রঙয়ের।
সুলতানের খাবারের জন্য প্রতিদিন প্রায় হাজার খানেক টাকা ব্যয় হয়। সুলতানের খাবারের তালিকায় আছে ভেজানো ছোলা, গমের ভুসি এবং সবুজ কাঁচা ঘাস। ফ্যানের বাতাস গা ভাসিয়ে সুলতানি ভাব নিয়ে হাটের সবার আকর্ষণ কাড়ছেন অস্ট্রেলিয়ান জাতের এই ষাঁড়টি।
হাটের সার্বিক বিষয়ে হাটের পরিচালক হাজী সেলিম বলেন,গতবছরের চেয়ে গরুর সংখ্যা কম হলেও এবছর ভাল মানের গরু উঠেছে বাজারে। সুলতান নামের বড় আকারের গরুটি বাজারের আকর্ষণ বাড়িয়েছে। এছাড়াও আরো বিশাল বিশাল গরু উঠেছে হাটে। তিনি ক্রেতাদের উদ্দেশ্যে বলেন,আপনাদের সাধ্যের মধ্যে ভাল মানের গরু ক্রয় করতে চাইলে নতুন সোনাকান্দা পশুর হাটে চলে আসুন। আমাদের হাটে স্বাস্থ্যবিধি মেনে পশু ক্রয়বিক্রয় হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host