শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে নতুন করে আরো ৩ রোগী শনাক্ত
শামীম আহম্মেদ. ১৫ এপ্রিল ২০.
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় নতুুন করে তিন রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ জন।
বুধবার বিকেল সাড়ে ৪ টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসেন। আক্রান্ত তিনজন উপজেলার আঁগানগর, শুভাঢ্যা ও জিনজিরা ইউনিয়নের বাসিন্দা। তাদের বয়স ৩০ থেকে ৬০ বছর। স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোবারক বলেন, আজ পরীক্ষার ফলাফলের মাধ্যমে আমরা উক্ত তিন ইউনিয়নে তিনব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমন পেয়েছি। এর মধ্যে একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুইজনকেও রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ইতোমধ্যে আমরা আক্রান্তদের স্বজনদের সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দিয়েছি।
এই উপজেলায় গত রোববার থেকে এ পর্যন্ত এগারোদিনে বিভিন্ন এলাকায় মোট সাতাশজন আক্রান্ত ও গত দুদিনে চিকিৎসাধীন অবস্থায় শুভাঢ্যা ইউনিয়নের আব্দুর রাজ্জাক (৮০) ও আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকার সুলতান (৬৫) বছর বয়সী ২ বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানান ডাঃ মোবারক। তিনি বলেন, কেরানীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে ইতোমধ্যে পাঁচটি ইউনিয়ন সম্পূর্ণ লক ডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। যার মধ্যে ওই তিন ইউনিয়ন রয়েছে।