মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার । চাঁদপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি: তিনজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন।

সোনারগাঁয়ে সাংবাদিক এর উপর হামলার প্রতিবাদে ‘বিএমএসএফ’ এর ক্ষোভ প্রকাশ

সোনারগাঁও (আলোকিত শীতলক্ষ্যা.কম): নারায়নগঞ্জের সোনারগাঁও বাংলাদেশ মাফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সদস্য ও নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক রুদ্রবার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার সামসুল আলম তুহিনের উপর হামলা চালিয়েছে লিংকন নামের এক সন্ত্রাসী। ২৩ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় সাংবাদিক তুহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তুহিন বাদী হয়ে সন্ত্রাসী লিংকনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাংবাদিক তুহিন মোগরাপাড়া চৌরাস্তায় পত্রিকা স্টলে, পত্রিকা দেখছেন, এমন সময় লিংকন নামের এক সন্ত্রাসী পেছন থেকে তার উপর হামলা চালায়। তার এলোপাথারি লাঠির আঘাতে তুহিন মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সাংবাদিক সামসুল আলম তুহিন জানান, রবিবার সকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আইয়ুব প্লাজার সামনে পত্রিকার স্টলে পত্রিকা পড়ছিলাম, এসময় গোহাট্টা গ্রামের মৃত শহিদ উল্লার ছেলে মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী লিংকন লাঠি নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে আমাকে মারাত্বক আহত করে।

এ ঘটনায় বাংলাদেশ মাফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গভীর উদ্ব্বেগ ও ক্ষোভ প্রকাশ করে। রবিবার বিকালে এক বিবৃতিতে বিএমএসএস সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারন সম্পাদক আবু জাফর বলেন- সাংবাদিক নির্যাতন ও হয়রানি রোধে যুগোপযোগী আইন প্রয়োগের ব্যবস্থা করতে হবে। দুর্বল আইন দ্বারা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সম্ভব নয়।সাংবাদিক নির্যাতন বন্ধ না করলে দেশে দুর্নীতি ও সন্ত্রাসী আরো বেড়ে যাবে।

অপরদিকে সোনারগাঁ বিএমএসএফ এর কমিটির বিবৃতিতে আহবায়ক মাজহারুল ইসলাম ও সদস্য সচিব ফারুকুল ইসলাম, সদস্য এমরান, মাজহারু রাসেল জাহাঙ্গীর আলম শিশির, জাকিয়া সুন্তানা প্রমুখ। সাংবাদিক তুহিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানায়। হামলা কারী লিংকন ও তার সহযোগিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা গ্রহন করার দাবী জানান। অন্যথায় বিএমএসএফ ফোরাম সাংবাদিক মহল বৃহত্তর আন্দোলনে নামবে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোর্শেদ আলম পিপিএম জানান, সাংবাদিক সামসুল আলম তুহিনের উপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। লিংকনকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে তাকে দ্রুত গ্রেফতার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host