মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
শাহীন আহমেদের পিতা বীর মুক্তিযোদ্ধা ডা.নূর মোহাম্মদের জানাজা সম্পন্ন।
কেরানীগঞ্জ সংবাদদাতা ইমরান হোসেন ইমু।
কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদের পিতা বীর মুক্তিযোদ্ধা ডা.নূর মোহাম্মদের ২দফা জানাজা সম্পন্ন হয়েছে।
বাদ আছর আরেকদফা, জানাজা শেষে আজ বিকেলেই দাফন হবে গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে। আজ সকাল ৯টায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বাঘৈরের আইলাপাড়া ঈদগাহ ময়দানে। এরপর সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যায় ২য় দফা জানাজা হয়
তেঘরিয়া ইউনিয়নের হামিদুর রহমান ক্রিকেট ষ্টেডিয়ামে। কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথের নেতৃত্বে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদসহ একদল চৌকস পুলিশ গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে মরদেহের প্রতি সম্মান প্রদান করেন।
এইসময় কেরাণীগঞ্জের সকল রাজনৈতিক,সামাজিক ও ব্যসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষ মরহুমের নামাজে জানায় উপস্থিত হন। এখানে জানাজাপূর্ব অনূষ্ঠানে প্রথমে স্মৃতি চারন বক্তব্য রাখেন ঢাকা-৩এর সাংসদ বিদ্যুৎ জ্বালানীও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এসময় তিনি শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, মরহুম মুক্তিযোদ্ধা ডা.নূর মোহাম্মদ ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের একনিষ্ঠ সৈনিক । তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা সংগঠক। তার পুরো পরিবার একদম শুদ্ধ আওয়ামী পরিবার। তার মৃত্যুতে আমরা একজন যোগ্য রাজনৈতিক অবিভাবককে হারালাম। এরপর প্রায়ত বাবাকে নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের কৃতিসন্তান কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদ। পিতার স্মৃতিচারন করতে গিয়ে পিতৃ শোকে তিনি কান্নায় ভেঙ্গে পরেন। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তি যোদ্ধা মো.শাহজাহান,কোন্ডা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান চৌধুরী ফারুক,
শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী মো.ইকবাল হোসেন ,আগানগর ইউপি চেয়ারম্যান হাজী মো.জাহাঙ্গীর শাহ খুশি, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ম.ই মামুন,কেরাণীগঞ্জ ,দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজ মিরাজুর রহমান সুমন,আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু, সাধারন সম্পাদক এ্যাড.জাকির আহমেদ,সাংগঠনিক সম্পাদক মো.নাসির উদ্দিন,
কেরানীগঞ্জ গার্মেন্টস মালিক সমিতির সভাপতি হাজী স্বাধীন শেখ, ও সাধারণ সম্পাদক মুসলিম ডালি,
কোন্ডার ৭নংওয়ার্ড ইউপি সদস্য মো.রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য-কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বাবা প্রবীণ রাজণীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ডা.নূর মোহাম্মদ ভারতের দিল্লীতে মেডান্ডা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ১৫ আগষ্ট রবিবার সকাল সাড়ে দশটায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চারপুত্র, দুই কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বার্ধক্য জনিত কারনে দীর্ঘদিন অসুস্থ ছিলেন পরে গত ৩ জুলাই রাতে তার মস্তিস্কে রক্তক্ষরণ সমস্যা দেখা দিলে ৪ জুলাই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তিকরা হয়। সেখানে চিকিৎসাধিন থাকা অবস্থায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ি আরোউন্নত চিকিৎসার জন্য গত জুলাই তাকে ভারতের দিল্লীর মেডান্ডা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎিসাধিন অবস্থায় রবিবার সকাল সাড়ে দশটায় তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।