মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ নয়াবাজারে নারীকে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ: মানবাধিকার সংস্থায় অভিযোগ দায়ের। প্রিয় ঢাকা ৭ আসনবাসী আসসালামু আলাইকুম। আমি আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ মনি। কেরানীগঞ্জে ডিবি (দক্ষিণ) এর অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিএনপি নেতা ও জনপ্রিয় কাউন্সিলর ইকবাল হোসেনকে মেয়র হিসেবে দেখতে চান নারায়ণগঞ্জবাসী বহিস্কারাদেশ প্রত্যাহারে ফুলেল শুভেচ্ছা অব্যাহত আসন্ন নির্বাচন বাঁধা দেওয়ার ক্ষমতা কারো নাই — আমান উল্লাহ আমান ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ(ওয়াই.সি.বি)র সভাপতি অধ্যাপক ড. মো: তৌফিকুল ইসলাম মিথিল ও আন্তর্জাতিক যুব সংগঠক এম্বাসেডর সোহাগ মহাজন মহাসচিব নির্বাচিত। জুলাই সনদ পাশ করার দায়িত্ব সরকারের, তবে সংবিধানকে লংঘন করে নয় —- বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরাণীগঞ্জে র‌্যাব-১০ এর অভিযানে ২টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার কেরানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ঢাকা – ৭ আসনের ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন রিয়াজ উদ্দিন আহমেদ মনি।

প্রধানমন্ত্রীর জন্য জাকিরের নৌকা সেতু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গ্রাম-গঞ্জের ঐতিহ্য ধরে রেখে এই ডিজিটাল যুগে ‘নৌকা সেতু’ নাম দিয়ে একটি সেতুর মডেল তৈরি করেছেন মাদারীপুরের জাকির। তবে এই উপহারটি জাকির শুধু মাত্র বঙ্গবন্ধু কন্যাকে উপহার দিতে চান। এ ব্যাপারে মাদারীপুর প্রশাসন সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছে।

জাকির জানান, জীবনে অনেক কষ্ট করে ২৫ বছর পার করেছেন। পরিবারে অভাব ও বাবা না থাকায় পড়াশুনা করতে পারেননি। তারপর নিজ মেধা বিকশিত করার জন্য ধার দেনা করে একাধিকবার অনেক কিছু নির্মাণ করেছেন। এজন্য মাদারীপুরবাসীর ভালবাসা ছাড়া সরকারে কোন পৃষ্ঠপোষকতা পাননি।

জাকিরের মেধা থাকলেও পরিপূর্ণভাবে তা বিকশিত করতে পারছেন না। তিন বছর আগে তিনি তৈরি করেছিলেন পদ্মা সেতুর নমুনা অনুযায়ী একটি অস্থায়ী ভ্রাম্যমাণ সেতু। এরপর ধার দেনা করে দেড় লাখ টাকা ব্যয়ে তৈরি করেছেন লাল সবুজ নামে একটি অস্থায়ী ভ্রাম্যমাণ পার্ক। আর তার একবছরের মাথায় ৬ মাস চেষ্টা করে প্রধানমন্ত্রীকে দেয়ার জন্য তৈরি করছেন নৌকা সেতু নামে এক মডেল।
তিনি বলেন, আমাদের দেশ নদী মাতৃক দেশ। তবে এই ডিজিটাল যুগে যেন আমাদের দেশের ঐতিহ্য হারিয়ে না যায় সে জন্য এই নৌকা সেতুর মডেল তৈরি করা হয়েছে।

জাকিরের বাড়িতে গিয়ে দেখা যায়, এই নৌকা সেতুর পাশে গ্রাম রয়েছে, সেখানে সরকারের ঘরে ঘরে বিদ্যুতের বাতি জ্বলছে। রয়েছে সেতুটির পাশেই বিদেশিদের জন্য পর্যটক ভবন। সেতুটির ওপর পাশে রয়েছে শব্দ দূষণ, বায়ু দূষণ ছাড়া কলকারখানা। যা দেখার জন্য প্রতিদিন হাজার হাজার দর্শক ভিড় করছে জাকিরের বাড়িতে।

বর্তমানে জাকির তালুকদার মাদারীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের খাকদী বাসস্টান্ডের পাশে বসবাস করছেন। তিনি সোবাহান তালুকদারের ছেলে।

স্থানীয় ও নৌকা সেতুর মডেল দেখতে আসা রতন, আলিফ, ফরিদ, হোসাইন, আরিফ, সোহাগ, রশিদ, সাইফুল, সামসুল, শাকিলা, ভানু বেগমসহ একাধিক দর্শনার্থী বলেন, এই ছেলের অনেক মেধা রয়েছে।

জাকির হোসেন বলেন, আমি এই দেশকে নতুন নতুন কিছু তৈরি করে দেখাতে চাই। আর এর জন্য প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা। আমি আমার এই স্বপ্ন পূরণে এর আগেও সরকারের হস্তক্ষেপ চেয়েছি এখনো চাচ্ছি। আমাকে সুযোগ দিলে সরকারকে নতুন কিছু করে দেখাতে পারবো। আর আমি এই উপহারটি আমার দেশের, জনগণের আস্থারস্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই। আসা করি আমার উপহারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাদরে গ্রহণ করবেন।

মাদারীপুর জেলা তথ্য অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, আমাদের মাদারীপুরের জাকির যে নৌকা সেতুর মডেল তৈরি করেছে প্রধানমন্ত্রীকে দেয়ার জন্য। আমি অনুরোধ করবো জেলা প্রশাসনকে তার এই উদ্ভাবনীয় ক্ষমতাকে কাজে লাগিয়ে আরও ভালো কিছু করার সুযোগ যেন করে দেয়া হয়।

মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, আমরা জানতে পারলাম জাকির নামে একটি ছেলে নৌকা সেতুর মডেল তৈরি করেছে প্রধানমন্ত্রীকে উপহার দেয়ার জন্য। তবে সে যদি লিখিতভাবে আমাদের বিষয়টি জানায় তাহলে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host