বুধবার, ৩০ Jul ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার । চাঁদপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি: তিনজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন। কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার । স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে খুনের ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে লাশ গুম, স্বামী ও ননদ আটক

ঢাকার কেরানীগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে মাটি চাপা দেয়া স্বামী সাগর (২৪) ও তার বোন সুমি আক্তার (২৬) কে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকসদল কামরাঙ্গীরচর ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। বুধবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।

প্রেস রিলিজের তথ্য অনুযায়ী,গত ১৫ই মে শাক্তা ইউনিয়নের আটিকুটি গ্রামের আব্দুর রহমানের বাড়ির একতলার পেছনে ফাঁকা জায়গায় মাটির নিচে কিছু পুতে রাখা হয়েছে এমনটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ সেখান থেকে মাটি খুঁড়ে একটি নারীর মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে নিহত নারী আব্দুর রহমানের পুত্র সাগরের দ্বিতীয় স্ত্রী বলে শনাক্ত হয়। স্ত্রীকে খুন করে মাটিচাপা দিয়েছে এমন সন্দেহের ভিত্তিতে আব্দুর রহমান ও তার পরিবারের সদস্যদের খুঁজতে থাকে পুলিশ।পরবর্তীতে সিসিটিভি ফুটে যায় দেখা যায় সেই বাড়ি থেকে আব্দুর রহমান ও তার ছেলে সাগর সহ পরিবারের সকল সদস্যরা বাড়ির মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন পর গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুলিশ জানতে পারে তারা কামরাঙ্গীরচর ও হাজারী ব্যাংক এলাকা অবস্থান করছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান স্ত্রীকে হত্যা করে মাটি চাপা দিয়েছে বলে স্বীকার করেছে। তাদেরকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host