শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত, আহত ৫জন
টিটু আহম্মেদ
কেরানীগঞ্জ সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জে শাক্তা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত ও পাঁচজন আহত হওয়ার ঘটনা ঘটেছে । নিহতের নাম মাহফুজা আক্তার (৪৩)। সে দোহারের বিলাসপুর গ্রামের জয়নাল মোল্লার স্ত্রী।
আজ (১১ই এপ্রিল) সকাল ৯ টা ৩০ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়ন ব্রিজের ঢালের এক কিলোমিটার দূরে চক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজিতে থাকা এক নারী নিহত এবং চালকসহ পাঁচজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয়দের মাধ্যমে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই আজাহার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিভাবে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে তদন্ত সাপেক্ষে বলা যাবে, তবে দুর্ঘটনাকবলিত স্থান থেকে একটি সিএনজি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে বড় কোন গাড়ি সিএনজিটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক গাড়িটিকে আটকের চেষ্টা চলছে।