শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
কেরানীগঞ্জে সোইলী বেকারীসহ ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে র্যাবের অভিযান জরিমানা,
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর অবস্থায় অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রির দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও প্রায় ২ লাখ টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরায় র্যারের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের নেতৃত্বে ও র্যাব-১০-এর সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
র্যাব-১০-এর মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের নির্বাহী ম্যাজিস্টেট ও র্যাব-১০-এর সমন্বয়ে একটি দল কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে শুভেচ্ছা বেকারী এন্ড কনফেকশনারীকে দুই লাখ টাকা, যমুনা বেকারী এন্ড কনফেকশনারীকে দুই লাখ টাকা, সুপার কুলছুম বেকারী এন্ড কনফেকশনারিকে ১ লাথ ৫০ হাজার টাকা, সাগর ফুড প্রোডাক্টসকে এক লাখ টাকা, কুসুম বেকারী এন্ড কনফেকশনারীকে দুই লাখ টাকা এবং সোইলী বেকারী এন্ড কনফেকশনারীকে চার লাখ টাকা জরিমানা প্রদান করে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ওই ভ্রাম্যমাণ আদালত প্রায় দুই লাখ টাকা মূল্যের অনুমোদনহীন ভেজাল খাবার ধ্বংস করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল।