মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের ফ্রি মাস্ক বিতরণ।
করোনা মহামারিতে সর্বসাধারণের জন্য কেরানীগঞ্জ মডেল থানা ওসির উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলার, কদমতলী বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম কমান্ডার চত্তর এলাকার ঢাকা জেলা প্রেসক্লাবের সামনে জনসাধারণের মাঝে বিনামূল্যে এই মাস্ক বিতরণ অর্থ প্রধান করা হয়।
বৃহষ্পতিবার (৫ আগস্ট) বেলা ১১টায় থেকে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম উপস্থিত থেকে সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও অর্থ সহয়তা করেন।
এ সময় তিনি বলেন, করোনা মহামারিতে সর্বসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা রেঞ্জ ডিআইজি ও ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে আজকে মাস্ক বিতরণ করলাম। আমাদের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম আমীন সহ ,কেরানীগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।