শনিবার, ১৯ Jul ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
কেরানীগঞ্জে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাতপরিচয় এক ডাকাত নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা চিতাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইদল ডাকাতের মধ্যে গোলাগুলির শব্দ শুনে এলাকাবাসী পুলিশকে জানায়। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে এক ডাকাতের মরদেহ উদ্ধার করি।
এ সময় ঘটনাস্থল থেকে ১টি চাপাতি উদ্ধার করা হয়েছে। নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।