শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
কেরানীগঞ্জে তিতাসের শুদ্ধি অভিযান ২ শতাধিক লাইনের সংযোগ বিচ্ছিন্ন,
শামীম আহম্মেদ :
বকেয়া বিল উত্তোলন ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করনে কেরাণীগঞ্জে তিতাসের উদ্যোগে চলছে শুদ্ধি অভিযান। প্রায় ২মাস যাবত চলমান এ অভিযানে অন্তত দুই শতাধিক লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কেরাণীগঞ্জ তিতাসের নির্ভরযোগ্য একাধিক সূত্র । কেরাণীগঞ্জ তিতাসের চলমান এ কর্মসূচীর আওতায় আজ ১৬ জানুয়ারী শনিবার বন্ধের দিনও চলে এ অভিযান। এ অভিযানে জিনজিরা এলাকার আমির চান কমিউনিটি সেন্টারসহ আরো বেশ কয়েকটি আবাসিকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ তিতাসের সহকারি প্রকৌশলী আলী তারেক সাগর, তিতাসের উপ-মহা ব্যবস্থাপক প্রকৌশলী শাহজাদা ফরায়েজী ও তিতাস গ্যাস জিনজিরা শাখার ব্যবস্থাপক প্রকৌশলী স্বাগতম সাহা । তিতাস গ্যাস জিনজিরা অফিসের সহকারি প্রকৌশলী আলী তারেক সাগর বলেন, আমরা চাই কেরাণীগঞ্জের একজন গ্রাহকও যেন তিতাসের বিল বকেয়া না রাখে। একই সাথে কোন অবৈধ সংযোগও যেন না থাকে। সে লক্ষে তিতাসের এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।#
কেরাণীগঞ্জ থেকে
১৬-০১-২০২১ইং।