সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
কেরানীগঞ্জে উপজেলায় কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে উপজেলা হলরুমে ১হাজার ২শ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদ, স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল আমীন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কায়ছুন রাফাত হাওলাদার কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ আরও অনেক।
শেষে গম,ভূট্টা,সরিষা,মুসুর, খেসারী বীজ, এবং ডিএপি, এমওপি সার কৃষকদের হাতে তুলে দেয়া