শনিবার, ১৯ Jul ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
শামীম আহম্মেদ.
ঢাকার কেরানীগঞ্জে ইতালি প্রবাসী সহদর দুই ভাইয়ের জমি জোড়পুর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগে একটি ভূমিদস্যু চক্র তাদের জমিতে দ্রæত বিভিন্ন স্থাপানা নির্মান করছে। এ ঘটনাটি ঘটেছে রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা গ্রামে।
ইতালি প্রবাসীর বড় ভাই মোঃ হিরু মিয়া জানান, রোহিতপুর ইউনিয়নের সোনাকোন্দা মৌজায় তাদের ক্রয়কৃত ১২ ও পৈত্রিক সুত্রে পাওয়া ১৪শতাংশ সব মিলিয়ে ২৬শতাংশ জমি রয়েছে। তাদের দখলে জমিগুলো দীর্ঘদিন পতিত অবস্থায় ছিল। তার ছোট দুই ভাই মোঃ সাইদুর রহমান ও মোঃ জিয়াউর রহমান দীর্ঘদিন যাবত ইতালিতে অবস্থান করছে। তিনি নিজেও মেঘনায় একটি শিপইয়ার্ডে কাজ করেন। তারা এলাকায় না থাকার সুযোগে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু আফজাল গংরা তাদের জমি জোড়পুর্বক দখল করে নেয়। দখলের পরেই তাদের জমিতে তারা বিভিন্ন স্থাপনা দ্রæত গতিতে নির্মান করতে থাকে। এ নির্মান কাজে বাঁধা দিতে গিয়ে দখলকারীদের হামলার শিকার হয়েছেন একাধিকবার সে নিজেও। জমিটি নিয়ে এলাকায় একাধিক বিচার-শালিস হয়েছে। এ সব বিচার-শালিসে ওই জমির মালিকানার রায় প্রবাসীদের পক্ষেই আসে। কিন্তু দখলকারীরা প্রভাবশালী হওয়ায় তারা কোন কিছুই তোয়াক্কা করছে না। তাদেরকে দুর্বল করে রাখার জন্য দখলকারীদের ষড়যন্ত্রে তার ছোট ভাই ইতালি প্রবাসী মোঃ সাইদুর রহমান সেখানে অবস্থান করলেও তার নামে কেরানীগঞ্জ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। তিনি এ মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানান। জমিটি নিয়ে আদালতে মামলা চলছে। এব্যাপারে বিবাদী মোঃ আফজাল হোসেন জানান,তারা কারো জমি দখল করেননি। তাদের বাপ-দাদার জমিতেই তারা বাড়ি-ঘর নির্মান করছেন।