মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
কেরানীগঞ্জে আওয়ামীলীগ নেতা ভাঙ্গা রাস্তায় জনগণের দুর্ভোগ দেখে নিজেই রাস্তার মেরামতের কাজে নেমে পড়েছেন
কেরাণীগঞ্জের এক আ’লীগ নেতার রাস্তা মেরামতের ছবি ভাইরাল
কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
সরু বা অপ্রশস্ত গলিপথ। আবার মাঝখানে ভাঙ্গা একটি বড় গর্ত। প্রতিনিই ঘটে ছোট খাটো কোন না কোন দুর্ঘটনা। এ যেন নিত্য দিনের ব্যাপারে এসে দাড়িয়েছে। তবুও নেই কারো কোন মাথা ব্যাথা। নেই কোন প্রতিকার কিংবা প্রতিবাদ। এ দৃশ্য দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর ইউনিয়নের নিউগুলশান সিনেমা হল হয়ে ইমামবাড়ি সড়কের। প্রতিদিন সহ¯্ মানুষের যাতায়াত এ পথে। ফলে গত কয়েকদিনে এখানে দুর্ঘটনার শিকার হয়েছে বেশ কয়েকটি অটোরিক্সা। আহত হয়েছেন শিশু ও নারীসহ অনেকেই। এটি কোন বানানো বা রূপক গল্প নয়। এটি একটি রাস্তার বাস্তব চিত্রের কথা। যে কথাগুলো বলছিলেন কেরাণীগঞ্জের আগানগর এলাকারই একজন বীর মুক্তি যোদ্ধা। নাম তার সামসুদ্দিন আহম্মেদ। তবে সকলের কাছেই তিনি মুক্তিযোদ্ধা সামসু মাষ্টার নামেই সর্বাধিক পরিচিত। তিনি আবার এ কথাগুলো শোনাচ্ছিলেন আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক উদীয়মান রাজণীতিবিদ তরুণ সমাজ সেবক ও ক্রীড়ানুরাগী এ্যাড.জাকির আহম্মেদকে। কথাগুলো একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে শোনার কারনে তিনি আর কোন কাল ক্ষেপন করেননি। সাথে সাথেই নেমে পরেন সরু এ রাস্তাটির গল্পের সেই ভগ্নাংশটি দেখার জন্য। একটি চলমান রাস্তার এমন দৃশ্য দেখেতো চোখ ছানাবরা তার। একটি রাস্তার মাঝখান থেকে ভেঙ্গে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে আর সেখানে প্রতিনিয়ত ঘটে চলছে ছোট খাট সব দুর্ঘটনা। আহতও হয়েছেন বেশ কয়েকজন। না এ তেমন কোন ন্যাক্কার জনক ঘটনা না হলেও এ কেবলই আমাদের সচেতনতার অভাব বলে মনে করলেন ইউনিয়ন আওয়ামী লীগের এই নেতা। কাউকে ডাকলেনও না। একাই নেমে পরলেন চলমান এ সড়কের ভাঙ্গা এ অংশটি মেরামতের জন্য। গর্তের মুখে বেশ কয়েক বস্তা বালি ফেলে নিজ হাতে বাশ নিয়ে একেবারে গাদিয়ে গাদিয়ে সুন্দর ও নিখুতভাবে মেরামত করে দিলেন রাস্তার এ খানাখন্দটি। তার এ সমাজকর্মের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। নিজের মানবিকতা থেকে নিজ উদ্যোগে রাস্তার এ ভাঙ্গা অংশটুকু মেরামত করে যে মানবিকতার পরিচয় দিলেন বর্তমানে তা আমাদের এ সমাজে একেবারেই বিরল। তাই তার এ ধরনের উদ্যোগকে একেবারেই মহোতি উদ্যোগ বলে মনে করছেন সমাজ বিশ্লেষকরা। তৃণমূলের একজন রাজণীতিকের কাছ থেকে ঠিক এমন সেবাটাই আশা করেন দেশের সাধারন মানুষ। কিন্তু আমাদের এ সমাজে বর্তমানে এমন সোনার মানুষের দেখা দেখা মেলা ভার।
এ বিষয়ে জানতে চাইলে আমাদের আজকের এই মানবিক নেতা এ্যাড.জাকির আহম্মেদ বলেন,এটা আমার পারিবারিক শিক্ষা। আমার বাবা আমাকে ঠিক এমনটিই শিখিয়েছেন। তিনি বলেন সমাজের নানাবিধ অসঙ্গতি দুর করতে আমাদের প্রত্যেকটি যুবককে নিজ নিজ উদ্যোগে ঠিক এভাবেই এগিয়ে আসা উচিত। #