শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মহসিন বেপারী আটক আদালত কে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা ড. মকবুল খান, তদন্তে ইউজিসি ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা

কেরাণীগঞ্জে নানা আয়োজনে ৭ইমার্চ উদযাপন করা হয়

কেরাণীগঞ্জে নানা আয়োজনে ৭ইমার্চ উদযাপন করা হয়,

নিজস্ব প্রতিবেদক, মোঃ ইমরান হোসেন ইমু,কেরাণীগঞ্জ:

ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্পন, শিশু চিত্রাংকন, ৭ই মার্চের ভাষনের ভিডিও প্রদর্শনী,শিশু কিশোরদের ভাষণ,আলোচনা সভা ও পুরস্কার বিতরনসহ নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন কেরাণীগঞ্জবাসী।

দিবসটি পালন উপলক্ষে আজ ৭ই মার্চ রবিবার সকাল থেকে উপজেলা আওয়ামী লীগ অফিসসহ প্রতিটি অঙ্গ সংগঠনের কার্যালয়ে প্রচার করা হয় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক দেশাত্মবোধক গান।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় এক আলোচনা সভার। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

এতে অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.শাহজাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহা.মশিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদ সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শহিদুল ইসলাম,কৃষি কর্মকর্তা মো.শহিদুল আমিন,প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.মো.জহির উদ্দিন,মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর মোসা.শাহীনা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল আমিন, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার ফারজানা শেলী , সহকারী মাধ্যমিক অফিসার আব্দুল মতিন । উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মোসা.আলো বেগম,জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু,তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক,বাস্তা ইউপি চেয়ারম্যা হাজী মো.আশকর আলী প্রমুখ।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ইতিহাস রচিত হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হলে আমাদেরকে অবশ্যই বেশি বেশি কওে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শুনতে হবে।

আলোচনা শেষে বঙ্গবন্ধুর ভাষণ ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
১৯৭১ সালের তৎকালীন রেসক্রোস বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু যে কালজয়ী ভাষণ দিয়েছিলেন মুলত সে ভাষণ থেকেই পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে উদ্দীপ্ত হয়েছিলেন এ দেশের আপামর মুক্তিকামী মানুষ। তাই স্বাধীনতা পরবর্তী সময় থেকে প্রতি বছরই ৭ই মার্চে বঙ্গবন্ধুর সেই কালজয়ী ভাষণ প্রচারের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ করে আসছে এ দেশের মানুষ।

তবে অন্যান্য বছর গুলোর তুলনায় এ বছর অনেক স্বত:স্ফুর্ত ভাবে পালিত হয়েছে এ দিবসটি । দিবসটিকে এলাকাবাসীর কাছে আরো স্মরনীয় করে তুলতে ৭ই মার্চ সকাল থেকে উপজেলা আওয়ামী লীগের জিনজিরাস্থ কার্যালয়ে উজেলা আওয়ামী লীগ ও জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী প্রচার করা হয় ৭ই মার্চের ভাষণ ও দেশাত্মবোধক গান। ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.ইয়ামিনের উদ্যোগে চড়াইল এলাকায় সারাদিন ৭ই মার্চের ভাষণ ও দেশাত্মবোধক গান প্রচার করা হয়। কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগৈর সাংগঠনিক সম্পাদক হাজী জাহিদ হোসেন রনির উদ্যোগে কালিন্দীএলাকায় দিনভর প্রচার করা হয় ৭ই মার্চের ভাষণ ও দেশাত্মবোধক গান।

এছাড়া আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যেকটি ওয়ার্ড কার্যালয়ে এ দিবসটি পালন উপলক্ষে ৭ই মার্চের ভাষণ ও দেশাত্মবোধক গান বাজিয়ে এলাকাবাসীর মাঝে বঙ্গবন্ধুকে স্মরণ করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host