সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
এলাকাবাসীকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন মোঃ ডালিম,
নির্বাচিত হলে ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ডে পরিনত করব: ডালিম
কেরাণীগঞ্জ- আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে চলছে ব্যাপক প্রস্তুতি। ঘোষিত তারিখ মোতাবেক চলছে মনোনয়ন পত্র জমাদান কার্যক্রম।
এরই অংশ হিসেবে কেরাণীগঞ্জের আগানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন মোঃ ডালিম হোসেন। তিনি বর্তমানে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন।
আজ (৩১শে অক্টোবর) রবিবার কেরাণীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও ইউনিয়নের রিটানিং অফিসার আ.আজিজের হাতে তিনি তার মনোনয়ন পত্র জমা দেন।মনোনয়নপত্র জমা দানের সময় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আসলাম তালুকদার আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান রানা দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক ফারুক আহমেদ যুবলীগ সদস্য মোহাম্মদ আলী সহ আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী ও এলাকার মুরব্বিরা তার সাথে ছিলেন।
এসময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান,আশা রাখি আসন্ন ইউপি নির্বাচনে আমার ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আমাকে স্বত:স্ফুর্ত ভাবে তাদের রায় প্রদান করবে। কারন করোনাকালীন অসহায় মানুষকে কি পরিমান সাহায্য সহযোগিতা করেছি তা আমার ওয়ার্ডের লোকজনের জানা আছে।সে হিসেবে আমি নিজেকে শতভাগ যোগ্য প্রার্থী হিসেবে মনে করছি। নির্বাচিত হলে ৫নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।