মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
কেরানীগঞ্জে শুরু হলো গণহারে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
সারা দেশের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আজ কেরানীগঞ্জে সরকারি পাইলট প্রকল্প হিসেবে শুভাঢ্যা ইউনিয়নে গণহারে করোনার টিকাদান কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ (৭ই আগস্ট) শনিবার সকাল ১০টায় শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচির ,প্রথম দিনে
মাননীয় বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব শাহীন আহমেদ এর নিদের্শনায়।
কেরানীগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে করোনা টিকাদান কর্মসূচীতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা, আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন এর সভাপতিত্বে ও নেতৃত্বে সুশৃংখলভাবে সাধারন মানুষদেরকে লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করতে দেখা গেছে।
এসময় উপস্থিত থেকে টিকাদান কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অমিত দেবনাথ, উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ ইকবাল হোসেন।
টিকাদান কর্মসূচি উপলক্ষে আজ দক্ষিণ কেরানীগঞ্জ থানা ৫ টি ইউনিয়নে টিকা প্রদান করা হয়েছে। এক্ষেত্রে বয়স্ক, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে উপজেলা প্রশাসন বরাবর তালিকা পাঠানো হয়েছে।
এছাড়াও একই সাথে আগানগর ও জিনজিরা ইউনিয়নে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং পরবর্তীতে কেরানীগঞ্জের ১২টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আলাদা আলাদাভাবে এ টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিক, ঢাকা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ ইব্রাহিম ও সাংগঠনিক সম্পাদক এইচ এম নীরা। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ হিমেল , যুগ্ন-সম্পাদক শাহ সেলিম আহমেদ বাবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উৎপল মজুমদার, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আবুল কাশেম,
শুভাঢ্যা ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রাসেল আহমেদ, ও মোঃ জসিম সহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।