বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
কেরানীগঞ্জ থেকে অবৈধ বিটকয়েন সহ দুই ব্যবসায়ী আটক।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
ঢাকার কেরাণীগঞ্জ থেকে সরকার নিষিদ্ধ অবৈধ বিভিন্ন প্রকার ভার্চুয়াল কারেন্সী এবং পেমেন্ট গেটওয়ে (বিট কয়েন) কেনাবেচার অপরাধে দুই যুবককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব-১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সাইবার নজরদারীসহ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে গতকাল (২০শে জুন) রবিবার বিকেলে র্যাব-১০ এর একটি দল কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব চড়াইল নূরজাহান নগর এলাকায় অভিযান পরিচালনা করে সরকার বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদন বিহীন/অবৈধ বিভিন্ন প্রকার ভার্চুয়াল কারেন্সী এবং পেমেন্ট গেটওয়ে e-wallet.com.bd এর মাধ্যমে বিভিন্ন প্রকার অবৈধ পণ্য কেনা-বেচার অপরাধে এম এস খাঁন সোহান (২৬) ও হৃদয় সরকার (২৩) নামের দুই যুবককে গ্রেফতার করে।এসময় তাদের নিকট থেকে এ কাজে ব্যবহৃত ০১ টি ল্যাবটপ ও ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ এম এস খাঁন সোহান (২৬) e-wallet.com.bd এই সাইটের প্রতিষ্ঠাতা এবং মূল এ্যাডমিন। তার বিভিন্ন ক্রিপ্টো-কারেন্সি প্লাটফর্মে ১০/১২ টি একাউন্ট রয়েছে এবং এই সব একাউন্টের মাধ্যমে সে ৪২,৭১২ এর অধিক সফল লেনদেন করেছে। যার আনুমানিক পরিমান ১৮/২০ কোটি টাকা। এছাড়া তারা গ্রাহকদের সাথে এই সাইটের মাধ্যমে অবৈধ ক্রিপ্টো-কারেন্সী বিক্রয় করত এবং ঢাকাসহ বিভিন্ন এলাকার বিকাশ/নগদ/রকেট এজেন্ট নম্বর ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে তাদের অবৈধ অর্থ সংগ্রহ করত।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।