শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
কেরাণীগঞ্জে শেখ রাসেল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
কেরানীগঞ্জে শেখ রাসেল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইস্পাহানী নদীধারা সমাজ কলান সমিতি চ্যাম্পিয়ান হয়েছে।
আজ ১৮ জুন শুক্রবার দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগরস্থ বীরমুক্তিযোদ্ধা নূর ইসলাম কমান্ডার খেলার মাঠে বাবর আলী স্মৃতি সংসদকে ৮ রানে হারিয়ে ইস্পাহানী নদীধারা সমাজ কল্যান সমিতি চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় বিদ্যুৎ, জ্বালানীও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রধান অতিথি হিসেবে উপাস্থিত থেকে পুরস্কার বিতরন করেন। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের অর্থ সম্পাদক জাকির আহমেদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ,দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুুগ্ন আহবায়ক ম.ই মামুন,।
আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী,দক্ষিন কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার অলিউর রহমান, যুবলীগ নেতা শিপু আহমেদ, শামীম হাসান রানা, রকি হাসান,মীর আরাফাত হোসেন রাজু, ইউনিয়ণ শ্রমীক লীগ সভাপতি ফরিদ আহম্মেদ,সাধারন সম্পাদক শরিফুল ইসলাম তারিফ, ইউপি সদস্য হাজী কামাল আলী, মো.শাহিন, প্রাণ কুমার,হাজী মো.রাসেল, মো.রফিক, মশিউর রহমান শাহিন প্রমুখ।
উল্লেখ্য গত ২৯ জানুয়ারি শুক্রবার একই মাঠে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংঠনিক সচিব কে.এম শহিদউল্লাহ উদ্ধোধক হিসেবে উপস্থিত থেকে এ টুর্ণামেন্টের শুভ উদ্ধোধন করেন। টুর্ণামেন্টে কেরাণীগঞ্জের বিভিন্ন এলাকার অন্তত ৪২টি টিম অংশ নিয়ে প্রতিদ্বন্দিতা করেন।