শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
কেরানীগঞ্জে বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করেন ভূমিদস্যুরা।
কেরানীগঞ্জ সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জে এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্য কথিত যুবলীগ নেতার ও ভূমিদস্যু দ্বারা স্বেচ্ছাসেবকলীগ নেতার বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনা ঘটেছে।
সোমবার ৯ মার্চ সকালে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন দঃ পারগেন্ডারিয়া গ্যাস রোডে ভাই-বন্ধু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য নজরুল ইসলামের বাড়ি ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি প্রদান করে পারগেন্ডারিয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর পুত্র, ওয়াসেদ আলী ও তার দলবল। এ ঘটনায় ওয়াসেদ আলী, টিটু,আল ইসলাম সহ অজ্ঞাত ৩০/৪০ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের ও জীবনের নিরাপত্তা চেয়েছেন নজরুল ইসলাম।
অভিযোগ প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, আমি স্থানীয় বাসিন্দা হিসেবে দীর্ঘদিন যাবত বাড়ি তৈরীর নির্মাণ সামগ্রীর ব্যবসা ব্যবসা পরিচালনা করে আসছি।আমি এখানে যখন ব্যবসা শুরু করি তখন এই এলাকায় কোন বাড়িঘর ছিল না,এখানকার বেশিরভাগ বাড়িঘরই আমার সরবরাহকৃত নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি।এ ব্যবসা করতে গিয়ে অনেক বাকি বাট্রা পড়েছে কিন্তু কারো সাথে এখন পর্যন্ত কোনো ঝগড়া-বিবাদ হয়নি। সম্প্রতি স্থানীয় যুবলীগ নেতা ওয়াসেদ ও তার লোকজন আমাকে এলাকায় এ ব্যবসা করতে পারবে না, করলে তোমার লাশ ফেলে দেওয়া হবে বলে হুমকি প্রদান করে ও আমার ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘর ভাঙচুর করে। এঘটনায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
স্থানীয়দের কাছ থেকে ঘটনার বিবরণে জানা যায়, ইটা বালু সিমেন্ট ব্যবসায়ী নজরুল ইসলাম পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন বাড়িতে মালামাল সরবরাহ করায় ওয়াসেক আলী উক্ত নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেয়। এই ঘটনার প্রতিবাদ করলে ওয়াসেদ আলী, টিটু ও আল ইসলাম সহ ৪০/৫০ জনের একটি সন্ত্রাসী দল ফিল্মি স্টাইলে দেশীয় অস্ত্রশস্ত্র সহ নজরুলের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালায়। এ সময় নজরুল বাড়িতে উপস্থিত না থাকায় বাড়ী ভাংচুর এবং বাড়িতে অবস্থানরত মহিলাদের অকথ্য ভাষায় গালাগাল করে ও প্রকাশ্যে নজরুলকে প্রাণনাশের হুমকি প্রদান করে। একই সময় ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও ম্যানেজার সফিককে মারধর করে। এ ঘটনায়
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মনির হোসেন ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি স্বীকার করে বলেন আমার কাছে এ ধরনের একটি অভিযোগ এসেছে, তদন্তপূর্বক এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।