শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া বাক প্রতিবন্ধী ওই নারীকে ঢাকা জেলা পুলিশ সুপার পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করেন।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু
কেরানীগঞ্জে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া বাক প্রতিবন্ধী নারী মিষ্টি ওরফে শিল্পী (২৫)কে অর্থ সহায়তা প্রদান ও আইনগত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে ঢাকা জেলা পুলিশ।
আজ (০৯ মার্চ) মঙ্গলবার ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম উক্ত নারীকে অর্থ সহায়তা প্রদান এবং পরবর্তী আইনগত সহায়তা করবেন বলে আশ্বস্ত করেন।
এসময় তার পরিচয় জানা যায়,ওই নারীর নাম মিষ্টি ওরফে শিল্পী (২৫)। তিনি ঢাকার কামারাঙ্গীরচরের জাউলাহাটির বাসিন্দা। বাবার নাম মতলব খান ও স্বামীর নাম আমির হোসেন মোল্লা।
এর আগে রবিবার (৭ মার্চ) সকালে নবাবগঞ্জ-ঢাকা সড়কে চলাচলকারী এন মল্লিক পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস থেকে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় সাধারণ জনগণের মধ্যে ব্যাপক জনরোষের সৃষ্টি হয়। এরপরই ঢাকা জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে ঢাকা জেলা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য মেয়েটির সন্ধান করতে থাকেন। অবশেষে মঙ্গলবার (৯ মার্চ) সকালে ঢাকার নবাবগঞ্জের টিকরপুর এলাকা থেকে ঐ নারীকে উদ্ধার করে নবাবগঞ্জ থানা পুলিশ। পরবর্তীতে বাকপ্রতিবন্ধী নারীকে উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।