শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
কেরানীগঞ্জে র্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান:জরিমানা ৪লক্ষ২৫হাজার,
কেরানীগঞ্জে র্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান:জরিমানা ৪লক্ষ২৫হাজার
ঢাকার কেরানীগঞ্জের মডেল থানা এলাকার বিভিন্ন স্থানে র্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪টি কারখানাকে ৪লক্ষ২৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সাড়ে পাচটার দিকে র্যাবের মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে ফেমাস বার্তা ডটকম কে জানান। বুধবার আনুমানিক দুপুর ২টা হইতে রাত ১০টা পর্যন্ত র্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আক্তারুজ্জামান ও র্যাব-১০ এর সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়াদ উর্ত্তীণ ও ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রয়ের দায়ে ৪টি কারখানাকে ৪লক্ষ২৫হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ভেজাল খাবার উৎপাদন প্রতিষ্ঠানের ১টি কারখানা সিলগালা করা হয়। এছাড়াও মেয়াদ উর্ত্তীণ ১৮শ কেজি খাবার ধ্বংস করা হয়।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, এই অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দেশি-বিদেশী বিভিন্ন নামীদামী ব্রান্ডের মোড়ক ব্যবহার করে অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।