রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
কেরানীগঞ্জে মডেল থানার পক্ষ থেকে, বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি পালিত।
টিটু আহম্মেদ
কেরানীগঞ্জ সংবাদদাতা
নো মাস্ক- নো সার্ভিস প্রতিপাদ্যে করোনার দ্বিতীয় ধাপ (second wave) মোকাবেলায় কেরানীগঞ্জ মডেল থানার উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ ও জনগনকে সচেতন করতে কাউন্সেলিং কর্মসূচি পালন করা হয়েছে।
আজ সোমবার (২৩শে নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা পক্ষ থেকে জিনজিরা কেরানীগঞ্জ প্রেসক্লাব ও কদমতলী গোলচত্বর ঢাকা জেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম উপস্থিত থেকে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।
কদমতলী গোলচত্বরে ঢাকা জেলা প্রেসক্লাবের সামনে মাস্ক বিতরণ কালে অন্যান্যের মধ্যে ঢাকা জেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম আমিন(ইত্তেফাক), ইমরান হোসেন ইমু (দৈনিক মুক্ত তথ্য), তানভীর শেখ (সংবাদ দিগন্ত),সহ ঢাকা জেলা প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ ও কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।