শনিবার, ১৯ Jul ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
কেরাণীগঞ্জে মসজিদের সামনে রাস্তা দখল করে
আ’লীগ নেতার টয়লেট নির্মাণের আভিযোগ
শামীম আহম্মেদ .
শুক্রবার সকালে কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিম পাড়া জামে মসজিদের সম্মুখের রাস্তা দখল করে স্কুলের টয়লেট নির্মাণের কাজ শুরু করেন আ’লীগ নেতা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির। টয়লেট নির্মাণ কাজে এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা বাঁধা দিলে উত্তেজনা দেখা দেয়। পরে আ’লীগ নেতা তার দলবল নিয়ে তাদের উপর হামলা চালিয়ে আমজাদ মাদর (৮০) নামে এক আনসার কমান্ডারকে মারধর করে। এ সময় হুমায়ুন তার লাইন্সেস করা পিস্তল বের করে মুসল্লি ও এলাকাবাসীদের হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন তারা।
আহত আনসার কমান্ডার অভিযোগ করে বলেন, মসজিদের সামনে রাস্তার উপর বাথরুমের কাজ শুরু করে আ’লীগ নেতা হুমায়ুন। এ খবর পেয়ে আমরা কয়েক জন মুসল্লি ও এলাকাবাসী বিষয়টি সম্পর্কে জানতে চাই। এতে হুমায়ন ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে আমাকে মারধর করে। খবর পেয়ে স্থানীয় নারী-পুরুষ সবাই বেরিয়ে আসে। এ সময় হুমায়ন পিস্তল বের করে সবাইকে হত্যার হুমকি দেয়। পরে এলাকাবাসী জড়ো হলে আ’লীগ নেতা তার দলবল নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় গৃহিনী শামসুন্নাহার বলেন, আমার বাপ- দাদা স্কুলের নামে জমি দান করেছিলেন। আজ হুমায়ুনরা আমাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়ে টয়লেট নির্মাণ কাজ শুরু করে। আমরা এর প্রতিবাদ জানাই ও ন্যায় বিচার চাই।
এ বিষয়ে শুভাঢ্যা পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আ’লীগ নেতা হুমায়ুন কবিরের সাথে তার মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।
কেরানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা জানান, বিষয়েটি তার জানা নেই। করোনা ভাইরাস মোকাবেলায় রাষ্ট্রীয় ভাবে স্কুল বন্ধ থাকায় এ মুহূর্তে টয়লেট নির্মাণের কাজ করা যাবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে টয়লেট নির্মাণের কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তীতে প্রকৌশলির মাধ্যমে সরেজমিন পরিদর্শন করে টয়লের নির্মাণের সিদ্ধান্ত নেয়া হবে। #