শনিবার, ১৯ Jul ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার । চাঁদপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি: তিনজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন। কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার । স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে খুনের ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রজ্জব আলি পিন্টু ও সাবাহ করিম লাকি’র আজীবন বহিষ্কারদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহবান যুবদলের। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক গাঁজা, ইয়াবা এবং হেরোইনসহ ৪জন গ্রেফতার। হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা বাজারে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা বাজারে চাল ও পিঁয়াজের দাম বেশি চাওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রম্যামাণ আদালত। বৃহস্পতিবার (১৯মার্চ) রাত সাড়ে ৯টায় কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্ত সংরক্ষন আইনে দুই ব্যবসায়ীকে জরিমানা করেন। জিনজিরা ইউনিয়নের অমৃতপুর গ্রামের বাসিন্দা মোঃ রোমজান আলী জানান, তিনি জিনজিরা বাজারে চাল ব্যবসায়ী মোঃ আইনুল হকের দোকানে চাল কিনতে আসেন।এতে চাল ব্যবসায়ী আইনুল হক তার কাছে চালের দাম আগের চেয়ে বেশি চান। এতে তিনি সাথে সাথেই ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলের কাছে অভিযোগ করেন। তার অভিযোগের সত্যতা যাচাই করার জন্য ওই চালের দোকানে গিয়ে ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল অভিযোগের সত্যতা প্রমান পান। এতে তিনি ভোক্তা সংরক্ষন আইনে ওই চাল ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা করেন। পরে তিনি কাঁচা বাজারে যান। এসময় জিনজিরা ইউনিয়নের আমিরাবাগ এলাকার স্বাধীন নামে পিঁয়াজের ক্রেতার অভিযোগে সোহেল নামে এক পিঁয়াজ ব্যবসায়ীকে ৩হাজার টাকা জমিরমানা করা হয়। এদিকে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবরে সকল চাল ব্যবসায়ীরা দ্রুত তাদের দোকান বন্ধ করে রাখে। নাম প্রকাশে একাধিক ক্রেতারা জানান, করোনাভাইরাস আতংকের সুযোগে জিনজিরা বাজারের এক শ্রেনীর ব্যবসায়ীরা পন্যের দাম বাড়িয়ে দিয়ে হাজার হাজার টাকা মুনাফা করছেন। বাজারে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালোনার দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল জানান, বাজারে কোন ব্যবসায়ী যেন কোন পন্য মজুদ রেখে দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করতে না পারে তার জন্য তারা বিভিন্ন বাজারে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালোনা করবেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host