রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার । চাঁদপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি: তিনজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন। কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার ।

কেরানীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ

কেরানীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ই ফেব্রুয়ারী) বিকেলে জিঞ্জিরা বাস রোড এলাকায় বিএনপি’র কেরানীগঞ্জ থানা সভাপতি নিপুন রায়ের নেতৃত্বে সংবাদ সম্মেলন শেষে শতাধিক নেতাকর্মী বাস রোডে অবস্থান নেয়। নেতাকর্মীরা নিপুন রায় এর উপর ছাত্রলীগ নেতাকর্মীর হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ তাদের কে সেখান থেকে উঠাতে হ্যান্ডমাইকে ঘোষণা দেয়। এতে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে না সরে বিক্ষুব্ধ হলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে নেতাকর্মীরা দৌড়ে অলি-গলিতে অবস্থান নিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে। এসময় হঠাৎ গুলির শব্দের স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

ঘটনা প্রসঙ্গে কেরানীগঞ্জ থানা বিএনপি’র সভাপতি নিপুন রায় জানান, কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর হোসেন নূরুর মায়ের অসুস্থতার জন্য দেখতে তার বাড়িতে গেলে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালায়। এই ঘটনায় জিঞ্জিরার পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার সময় পুলিশ আমাদের নেতাকর্মীদের পেছন থেকে লাঠিপেটা করে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির জানান, কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বিএনপির নেতাকর্মীরা জিনজিরা বাস রোডে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এই সময় পুলিশ তাদেরকে রাস্তা থেকে উঠাতে চাইলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে সেখান থেকে নেতা-কর্মীদের সরিয়ে রাস্তা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host