সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমাদিলেন জাহাঙ্গীর শাহ খুশী,
কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
নেতাকর্মীদের সাথে নিয়ে ফের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমাদিয়েছেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও আগানগর ইউপি চেয়ারম্যান হাজী মো. জাহাঙ্গীর শাহ খুশী।
আজ ২৮ অক্টোবর বৃহস্পতিবার কেরাণীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও আগানগর ইউনিয়নের রিটানিং অফিসার আ.আজিজের হাতে তিনি তার মনোনয়ন পত্র জমা দেন।
এসময় তার সাথে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ওমর শাহনেওয়াজ,বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক,আগানগর ইউনিয়ন আওয়ামী লীগৈর সাধারন সম্পাদক এ্যাড.জাকির আহম্মেদ,বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ.এম মেহেদী হাসান,দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগের সহ-সভাপতি শামীম হাসান রানা, থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফারুক হোসেন মিঠু, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা,ইউনিয়ণ শ্রমিক লীগ সভাপতি ফরিদ আহম্মেদ, সহ-সভাপতি ওয়াকিল আহম্মেদ,সাধারন সম্পাদক শরিফুল ইসলাম তারিফসহ অন্যান্য সব অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও ইউপিসদস্যগন।
জানাযায়,আগানগর ইউনিয়ন থেকে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী হাজী মো.জাহাঙ্গীর শাহ খুশী। যিনি স্থানীয় সাংসদ বিদ্যুৎ,জ্বালানীও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমদ এবং থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ম.ই মামুনের অত্যন্ত আস্থাভাজন ও পছন্দের প্রার্থী । এ নিয়ে আগানগর ইউনিয়ন থেকে পর পর ৩ বার বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করতে যাচ্ছেন তিনি। এর আগে এলাকাবাসীর স্ব:স্ফুর্ত ভোটে দুই দুই বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকাবাসীর ব্যাপক সুনাম কুড়িয়েছেন তিনি। নিজ কর্মক্ষমতা ও যোগ্যতার সুবাদে স্বাস্থ্যখাতে পর পর তিনবার ঢাকা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবেও সুনাম কুড়াতে সক্ষম হয়েছেন এই ইউপি চেয়ারম্যান। যে কারনে আগামী ২৮ নভেম্বরের অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে আগানগরের নৌকার হাল উঠেছে তার হাতেই।
জানতে চাওয়া হলে আগানগরের এই জনপ্রিয় চেয়ারম্যান হাজী মো.জাহাঙ্গীর শাহ খুশী বলেন, বিগত দু নির্বাচনে আগানগরের সর্বস্তরের জনগণ যে ভাবে আমাকে স্বত:স্ফুর্ত ভাবে তাদের রায় প্রদান করেছেন আশা রাখি এবারের নির্বাচনেও পছন্দের প্রার্থী হিসেবে তারা আমাকেই তাদের মূল্যবান ভোট ও সমর্থন প্রদান করবেন। এবার নির্বাচিত হলে গর্বের আগানগরকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন এই চেয়ারম্যান প্রার্থী।