শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
কোন্ডায় ইউনিয়নের চেয়ারম্যানপদে সমর্থন চান সোহেল রানা
কেরানীগঞ্জ সংবাদদাতাাাা ইমরান হোসেন ইমু,
আগামী মার্চে ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষনা করেছেন নির্বাচন কমিশন সচিবালয়। নির্বচন কমিশন সচিবালয় থেকে সম্ভাব্য তারিখ ঘোষনার পর পরই দেশব্যাপী বইতে শুরু করেছে ইউপি নির্বাচনের আগাম হাওয়া। ঘোষিত ইউপি নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই দৌড়-ঝাপ শুরু করেছেন সম্ভাব্য সব প্রার্থীরা। দলীয় মনোনয়ন পেতে নেতাদের তদবিরসহ ভোটারদের সমর্থন আদায়ে মরিয়া নতুন মুখের অনেকেই। দলীয় মনোনয়নের প্রত্যাশায় সামিল হচ্ছেন রাজনৈতিক ও সামাজিক সব কর্মকান্ডে। ঘুরেফিরেই সময় দিচ্ছেন নিজ নিজ নির্বাচনী এলাকায়।সারা দেশের ন্যায় রাজধানীর শহরতলী কেরাণীগঞ্জেও ফুটে উঠতে দেখাগেছে এমন সব চিত্র। সারা উপজেলা জুড়ে ইতিমধ্যেই ঘুরেফিরে শোনাযাচ্ছে বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম। এদের মধ্যে কোন্ডায় নতুনমুখ হিসেবে মো. সোহেল রানার নাম জোড়েসোরেই শোনা যাচ্ছে। স্থানীয় ভোটার ও সমর্থকদের পাশাপাশি নিজেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপস্থাপন করছেন তিনি নিজেও। তবে দল মনোনয়ন দিলে পরেই তিনি প্রার্থী হবেন। সেক্ষেত্রে নিজেকে শতভাগ সম্ভাব্য প্রার্থী হিসেবেই মনে করছেন কোন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এই নেতা।
জানাযায়, মো.সোহেল রানা ১৯৮০সালের ১৫ জুন কোন্ডা ইউনিয়নের মনুরবাগ এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম হাজী মো.গিয়াস উদ্দিন বেপারী,মমতাময়ী মা হাজী ফাতেমা বেগম। রাজনৈতিক জীবনে তিনি বর্তমানে কোন্ডা ইউনিয়ণ আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের সভাপতি হিসেবে রাজণীতির পাশাপাশি ব্যবসা বানিজ্য করে যাচ্ছেন। এর আগে তিনি ২০০১ সালে কোন্ডা ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক পদে থেকে দায়িত্ব পালন করেছেন। এর বাইরেও বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে এলাকা ও এলাকাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গঠনে নিজেকে সর্বদা নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমাদের সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষার লক্ষে মদ-জুয়া,ঘুষ-দূর্নীতি,এসিড সন্ত্রাস,যৌন হয়রানি ও বাল্য বিবাহরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি নিজেও সর্বদা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছি। তিনি বলেন,মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনকের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে গর্বের কোন্ডা ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখে উন্নয়নের ধারাকে আরো গতিশীল ও ত্বরান্বিত করার চেষ্টা অব্যাহত রেখেছি। এসকল দিক বিবেচনায় আগামী ইউপি নির্বাচনে কোন্ডা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে তিনি নিজেকেই দলীয় মনোনয়ন পাবারমত একমাত্র যোগ্য প্রার্থী হিসেবে মনে করে এলাকাবাসীর সমর্থন ও দলীয় প্রধানদের সুদৃষ্টি কামনা করছেন।
কেরাণীগঞ্জ থেকে
০৪-০২-২০২১ইং।