শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
কেরানীগঞ্জে ১৬ তম দিনের মত আলম মার্কেট গুদারা ঘাট এলাকায় বিভিন্ন কর্মস্থল মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ ,
মোঃ ইমরান হোসেন ইমু
কেরানীগঞ্জ সংবাদদাতা
” নিজে মাস্ক পরি,
অন্যকে মাস্ক পরতে উৎসাহিত করি।
সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলি
দেশকে করোনা মুক্ত রাখি।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহব্বান “নিজে মাস্ক পড়ুন,নিরাপদ থাকুন এবং অন্যকে নিরাপদে রাখুন”এই ঘোষণা বাস্তবায়নে ও বিদ্যুৎ,জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু (এম পি ঢাকা-৩) এবং কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নির্দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে ১৬ তম দিনের জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়েছে হয়়।
আজ রবিবার (১৬ই ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পূর্ব আগানাগর গুদারাঘাটে আঞ্চলিক শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক শেখ উপস্থিত থেকে এ মাস্ক বিতরণ করেন। মাস্ক বিতরণ এর এ কর্মসূচি মাসব্যাপী চলমান থাকবে। এই সময় নৌকা মাঝি নৌকার যাত্রী ও পথচারীদের মধ্যে ৫ শতাধিক মাস্ক বিতরণ করা হয়।
এ মাস্ক বিতরণ কালে অন্যান্যের মধ্যে আঞ্চলিক শাখার স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি দলিল দেওয়ান, সহ-সভাপতি মিনাল হোসেন, সহ-সভাপতি মোঃ ফারুক,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, প্রচার সম্পাদক বিপ্লব, মান্নান মাদবর, সাহা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।