মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
লক ডাউন উপেক্ষা করে কেরাণীগঞ্জে ইউনিয়ন আ’লীগের গোপন সভা
সূত্র ৯৭১ অনলাইন ডেক্স: কেরানীগঞ্জ ঢাকা।
কেরানীগঞ্জে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে সারাদেশে চলমান রয়েছে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন। কিন্তু লক ডাউন উপেক্ষা করে কেরাণীগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের গোপন সভা আয়োজনের অভিযোগ পাওয়া গেছে। একই সাথে অভিযোগ রয়েছে ভুড়ি ভোজের আয়োজনেরও। কেরাণীগঞ্জ মডেল থানাধিন রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এমন আয়োজনের অভিযোগ বিশ্বস্ত সূত্রের।
তবে বিষয়টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাঈদ উদ্দিন সানজীব নিশ্চিত করলেও অস্বীকার করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলাইমান জামান।
অপরদিকে বিষয়টি এড়িয়ে গিয়ে আযোজক সলিম উল্লাহ চেয়ারম্যানও বলেছেন ভিন্ন কথা। মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন লক ডাউনের কারনে আপাতত এ মিটিং পরিবর্তন করা হয়েছে।
জানাযায় ধলেশ্বরী নদীতে অনাকাঙ্খিত চর জেগে ওঠার কারনে বাধাগ্রস্থ হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। বিষয়টি সরেজমিন পরিদর্শন শেষে ওইসব এলাকায় ড্রেজিং করার সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান। এর বিরোধিতা করে সাবেক চেয়ারম্যান সলিমুল্লাহর বাড়িতে এ গোপন বৈঠক ও ভুড়ি ভোজের আয়োজন করতে যাচ্ছিলেন রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগ।