শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
মডেল থানা পুলিশের উদ্যোগে কেরানীগঞ্জ প্রেসক্লাবে মাস্ক ও হ্যান্ডওয়াশ বিতরণ
শামীম আহমেদ।।: কেরানীগঞ্জ প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকদের মাঝে মাস্ক ও হ্যান্ডওয়াশ বিতরণ করেছেন মডেল থানা পুলিশ। করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য জনসেবায় এ মহোতি উদ্যোগ গ্রহণ করেন কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
আজ ২৪ মার্চ দুপুরে কেরানীগঞ্জ প্রেসক্লাব ভবনে এ মাস্ক বিতরণ করা হয়। এসময় বিশ্বব্যাপী করোনার এই মহামারি নিয়ে বিস্ময় প্রকাশ করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম পি.পি.এম কেরানীগঞ্জবাসী সকলের সুস্বাস্থ্য কামনা করেন।
তিনি বলেন, সরা বিশ্বের এই চরম ক্রান্তিলগ্নে চিকিৎসক, পুলিশ এবং সাংবাদিকরা নিজেদের জীবনের ঝুকি নিয়ে কাজ করে যাচ্ছেন। তাই থানা পুলিশের সুরক্ষা পোশাকের পাশাপাশি কেরানীগঞ্জ মডেল থানার পক্ষ থেকে কেরানীগঞ্জে কর্মরত সকল সাংবাদিকদের জন্য সামান্য এ সুরক্ষার ব্যবস্থা করেন। তাছাড়া পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে সুরক্ষা পোশাকের ব্যবস্থার কথাও জানান থানা পুলিশের ওই কর্মকর্তা।
কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাজী মো.সালাহ উদ্দিন মিয়ার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সহ-সভাপতি ইকবাল হোসেন রতন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. শামীম উদ্দিন, কোষাধ্যক্ষ মো.মোক্তার হোসেন,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক মো.শফিক চৌধুরী, মো.সাইফুল ইসলাম, মো.ইউসুফআলী,এইচ,এম,আমীন,জাহাঙ্গীর হোসেন ঝানু,শহীদুল ইসলাম বিপ্লব,শ্যামল, আরিফুল ইসলাম,ইমরান হোসেন ইমু,আশিক নূর, এরশাদ হোসেন সামসুল ইসলাম সনেট, শেখ মো.ফরিদ প্রমুখ। এছাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো.মাসুদ ও পুলিশ পরিদর্শক(অপারেশন) আসাদ হোসেন টিটু এসময় উপস্থিত ছিলেন।