মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালত কে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা ড. মকবুল খান, তদন্তে ইউজিসি ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার।

প্রধানমন্ত্রীর জন্য জাকিরের নৌকা সেতু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গ্রাম-গঞ্জের ঐতিহ্য ধরে রেখে এই ডিজিটাল যুগে ‘নৌকা সেতু’ নাম দিয়ে একটি সেতুর মডেল তৈরি করেছেন মাদারীপুরের জাকির। তবে এই উপহারটি জাকির শুধু মাত্র বঙ্গবন্ধু কন্যাকে উপহার দিতে চান। এ ব্যাপারে মাদারীপুর প্রশাসন সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছে।

জাকির জানান, জীবনে অনেক কষ্ট করে ২৫ বছর পার করেছেন। পরিবারে অভাব ও বাবা না থাকায় পড়াশুনা করতে পারেননি। তারপর নিজ মেধা বিকশিত করার জন্য ধার দেনা করে একাধিকবার অনেক কিছু নির্মাণ করেছেন। এজন্য মাদারীপুরবাসীর ভালবাসা ছাড়া সরকারে কোন পৃষ্ঠপোষকতা পাননি।

জাকিরের মেধা থাকলেও পরিপূর্ণভাবে তা বিকশিত করতে পারছেন না। তিন বছর আগে তিনি তৈরি করেছিলেন পদ্মা সেতুর নমুনা অনুযায়ী একটি অস্থায়ী ভ্রাম্যমাণ সেতু। এরপর ধার দেনা করে দেড় লাখ টাকা ব্যয়ে তৈরি করেছেন লাল সবুজ নামে একটি অস্থায়ী ভ্রাম্যমাণ পার্ক। আর তার একবছরের মাথায় ৬ মাস চেষ্টা করে প্রধানমন্ত্রীকে দেয়ার জন্য তৈরি করছেন নৌকা সেতু নামে এক মডেল।
তিনি বলেন, আমাদের দেশ নদী মাতৃক দেশ। তবে এই ডিজিটাল যুগে যেন আমাদের দেশের ঐতিহ্য হারিয়ে না যায় সে জন্য এই নৌকা সেতুর মডেল তৈরি করা হয়েছে।

জাকিরের বাড়িতে গিয়ে দেখা যায়, এই নৌকা সেতুর পাশে গ্রাম রয়েছে, সেখানে সরকারের ঘরে ঘরে বিদ্যুতের বাতি জ্বলছে। রয়েছে সেতুটির পাশেই বিদেশিদের জন্য পর্যটক ভবন। সেতুটির ওপর পাশে রয়েছে শব্দ দূষণ, বায়ু দূষণ ছাড়া কলকারখানা। যা দেখার জন্য প্রতিদিন হাজার হাজার দর্শক ভিড় করছে জাকিরের বাড়িতে।

বর্তমানে জাকির তালুকদার মাদারীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের খাকদী বাসস্টান্ডের পাশে বসবাস করছেন। তিনি সোবাহান তালুকদারের ছেলে।

স্থানীয় ও নৌকা সেতুর মডেল দেখতে আসা রতন, আলিফ, ফরিদ, হোসাইন, আরিফ, সোহাগ, রশিদ, সাইফুল, সামসুল, শাকিলা, ভানু বেগমসহ একাধিক দর্শনার্থী বলেন, এই ছেলের অনেক মেধা রয়েছে।

জাকির হোসেন বলেন, আমি এই দেশকে নতুন নতুন কিছু তৈরি করে দেখাতে চাই। আর এর জন্য প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা। আমি আমার এই স্বপ্ন পূরণে এর আগেও সরকারের হস্তক্ষেপ চেয়েছি এখনো চাচ্ছি। আমাকে সুযোগ দিলে সরকারকে নতুন কিছু করে দেখাতে পারবো। আর আমি এই উপহারটি আমার দেশের, জনগণের আস্থারস্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই। আসা করি আমার উপহারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাদরে গ্রহণ করবেন।

মাদারীপুর জেলা তথ্য অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, আমাদের মাদারীপুরের জাকির যে নৌকা সেতুর মডেল তৈরি করেছে প্রধানমন্ত্রীকে দেয়ার জন্য। আমি অনুরোধ করবো জেলা প্রশাসনকে তার এই উদ্ভাবনীয় ক্ষমতাকে কাজে লাগিয়ে আরও ভালো কিছু করার সুযোগ যেন করে দেয়া হয়।

মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, আমরা জানতে পারলাম জাকির নামে একটি ছেলে নৌকা সেতুর মডেল তৈরি করেছে প্রধানমন্ত্রীকে উপহার দেয়ার জন্য। তবে সে যদি লিখিতভাবে আমাদের বিষয়টি জানায় তাহলে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host