শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি: তিনজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন। কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার । স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে খুনের ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রজ্জব আলি পিন্টু ও সাবাহ করিম লাকি’র আজীবন বহিষ্কারদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহবান যুবদলের। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক গাঁজা, ইয়াবা এবং হেরোইনসহ ৪জন গ্রেফতার। হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  খানসামায় সরকারি কোয়ার্টারে থেকেও বাড়ীভাড়া উত্তোলনের অভিযোগ। পত্রিকায় নিউজ প্রকাশের পর আলোচিত সেই কাচ্চি ডাইনিংয়ে ভোক্তা অধিকারের অভিযান

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়ি ভাড়া মওকুফ করেন সাংর্বাদিক সামসুল ইসলাম সনেট

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়ি ভাড়া মওকুফ

নিজস্ব প্রতিবেদকঃ করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভাড়াটিয়াদের থেকে বাড়ি ভাড়া না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাংর্বাদিক সামসুল ইসলাম সনেট। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে খেটে খাওয়া নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যভিত্তরাও কষ্টে দিন যাপন করছে। বেঁচে থাকার জন্য কোন ভাবে খাবার জুটলেও বাড়ী ভাড়া নিয়ে পড়তে হচ্ছে চরম বিপাকে।

ইতোমধ্যে ঢাকার কেরানীগঞ্জে একাধিক বাড়ীর মালিক তাদের ভাড়াটিয়াদের চলতি মাসের ভাড়া মওকুফ করে মহত্বের পরিচয় দিয়েছেন। তাদের পথেই এবার হাঁটছেন কেরানীগঞ্জের এক তরুণ সাংবাদিক। জাতীয় দৈনিক ‘দৈনিক আমার সংবাদ’ এর কেরানীগঞ্জ প্রতিনিধি সামসুল ইসলাম সনেট ও তার প্রবাসী ভাইদের অধিনে থাকা দুটি বাড়ীর ৩০ টি ঘরের ভাড়া না নেওয়ার সিদ্ধান্তে কথা জানিয়ে দিয়েছেন ভাড়াটিয়াদের। এতে খেটে খাওয়া ভাড়াটিয়ারা পেছেন দারুণ স্বস্তি। ঘোষণার পর থেকেই স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, ও সাধারণ মানুষের প্রসংশায় ভাসছেন তারা।

দৈনিক আমার সংবাদ প্রতিনিধি সামসুল ইসলাম সনেট জানান, আমি দেশের বর্তমান অবস্থার বিবেচনা করে আমার যে বাড়ি ভাড়া সেটা একমাসের জন্য মওকুফ করে দিলাম। বাকি থাকা বাড়াও চাচ্ছিনা এবং তাদের যেনো না খেয়ে কষ্ট করতে হয় সে জন্য আমার ভাইদের নিয়ে খাবারের ব্যবস্থাও করবো ইনশাআল্লাহ। এই পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।আমি আশা করব আমাকে দেখে অন্য অনেক বাড়িওয়ালাও তাদের ভাড়াটিয়াদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। সবাই মিলেমিশে কাজ করলে ইনশাল্লাহ আমরা এই কঠিন অবস্থা থেকে ফিরে আসতে পারবো

এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল বলেন, দেশের এই জরুরি মুহূর্তে কেরানীগঞ্জের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি যারা সমাজের উন্নয়নে নিজ উদ্যোগে ভূমিকা রাখেন, তারা যদি বর্তমান সময়ে এগিয়ে আসেন তাহলে দুঃখী মানুষের অনেক উপকার হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host