সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
নিরাপদ নগরী গড়ার প্রত্যয়ে কেরানীগঞ্জে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে।
দিবসটি উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) সকালে কেরানীগঞ্জ মডেল থানার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি জিনজিরা ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে জিনজিরা হামিদুর রহমান কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। পরে সেখানেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির, কেরানীগঞ্জে কয়েকটি ইউনিয়নের কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দের উপস্থিতিতে এবং, ।কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ও কেরানীগঞ্জ মডেল থানা কমিউনিটি পুলিশের সভার সভাপতিত্ব করেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম পিপিএম।
সভায় বক্তারা বলেন, দেশের জনগণের সঙ্গে থানা-পুলিশের দূরত্ব কমলেই কমিউনিটি পুলিশিং সফল হবে। কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আরও জোরদার করা গেলে পুলিশের কাজে তাদের সহযোগিতা যেমন পাওয়া যাবে, তেমনি সমাজে অপরাধ প্রবণতাও কমে আসবে।
অপসংস্কৃতি নিবৃত্ত করাই কমিউনিটি পুলিশিংয়ের কাজ। ছোট ছোট বিরোধ উৎসের সময়ই শেষ করে দিতে পারলে থানায় আর মামলা করতে হবে না। কমিউনিটি পুলিশ সক্রিয় হলে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক দ্রব্য, ইভটিজিং ও বাল্য বিয়ে থাকবে না।
এবারের কমিউনিটি পুলিশের স্লোগান ছিলো মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র।