শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০১:১২ অপরাহ্ন
আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবকলীগের মিষ্টি বিতরণ।,
কেরানীগঞ্জ সংবাদদাতা ইমরান হোসেন ইমু,
ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ কে আহ্বায়ক ও মুজাহিদুল ইসলাম মামুন(মই: মামুন)কে যুগ্ন-আহবায়ক করে ৩১ সদস্যের আহ্বায়ক করে কমিটি ঘোষণা করেছে ঢাকা জেলা আওয়ামী লীগ। ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান স্বাক্ষরে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরন কর্মসুচী পালন করেছে আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবকলীগ।
পয়লা জানুয়ারি শুক্রবার বিকাল সাড়ে চারটায় গুদারাঘাটে আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবকলীগের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি মানিক শেখ উপস্থিত থেকে রাস্তা দিয়ে চলাচল কারী পথচারী, নৌকা মাঝি, ফুটপাতের দোকানদার ও রিকশাচালকদের মাঝেও তার নেতা-কর্মীদের মিষ্টি বিতরণ, করেন সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে আঞ্চলিক শাখার সভাপতি মানিক শেখ বলেন, ঢাকা জেলা আওয়ামীলীগ কে ধন্যবাদ আমাদেরকে দক্ষ নেতৃত্ব উপহার দেয়ার জন্য। শাহিন ভাই ও মামুন ভাইয়ের নেতৃত্বে কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী লীগ আরো শক্তিশালী হবে এই আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা জেলা (দক্ষিন) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জহিরুল ইসলাম, কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সদস্য আরিফুল ইসলাম, আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দলিল দেওয়ান, সহ-সভাপতি মিনাল হোসেন, সহ-সভাপতি বি,এম জাহাঙ্গীর, সহ-সভাপতি ফারুক হাওলাদার, , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, যুগ্মসাধারণ সম্পাদক জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন, প্রচার সম্পাদক বিপ্লব, মহিলা সম্পাদিকা রুমা আক্তার মনি,আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগ সদস্য ইদ্রিস, কেরানীগঞ্জ (দক্ষিণ) কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ইমরান হোসেন ইমু, লীগের যুগ্মসাধারণ সম্পাদক মান্নান মাদবর সহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।