সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ উত্তর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাটি বেহাল দশা কেরাণীগঞ্জে সৎ পিতার হাতে ছেলে খুন। চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মহসিন বেপারী আটক আদালত কে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা ড. মকবুল খান, তদন্তে ইউজিসি ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায়

,কেরানীগঞ্জে অবৈধ ওয়াশ মিলের বিরুদ্ধে অভিযান, বিদ্যুৎ বিচ্ছিন্ন,করেন,পরিবেশ অধিদপ্তরের

ঢাকার কেরানীগঞ্জে অবৈধ ওয়াশ মিলের বিরুদ্ধে অভিযান, বিদ্যুৎ বিচ্ছিন্ন,করেন।

নিজস্ব প্রতিবেদক, মোঃ ইমরান হোসেন ইমু ,কেরানীগঞ্জ ঢাকা

 

ঢাকার কেরানীগঞ্জে অবৈধ ওয়াশ ও ডাইং মিলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। , মঙ্গলবার কেরানীগঞ্জের আগানগর ও শুভাঢ্যা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও উপসচিব রুবিনা ফেরদৌস এবং পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক সাহিদা বেগম, সহকারী পরিচালক মোবাশ্বের হোসেন রাজিব ও একাউন্টস মো. উজ্জ্বল।

অভিযানে কেরানীগঞ্জের আগানগর ও শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন জায়গায় গড়ে উঠা প্রায় ২১টি অবৈধ ওয়াশ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। কারখানাগুলো হচ্ছে: সানমুন ওয়াশিং, সারা প্রিন্টিং, আল বারাকা ওয়াশিং, বিএলটি ওয়াশিং, আহাম্মদ ওয়াশিং, বিসমিল্লাহ ওয়াশিং, আমেনা ওয়াশিং, গ্লোবাল ওয়াশিং, ইভেন ওয়াশিং, কালার টাচ ওয়াশিং, আনিকা ওয়াশিং, আলিফ ওয়াশিং, এমএস ওয়াশিং, রাজ ওয়াশিং, রীমা ওয়াশিং, স্মরনী ওয়াশিং, আলী হোমেন ওয়াশিং, সারাতন্না ওয়াশিং , মৌওয়াশিং, ফাইভ স্টার ওয়াশিং, ইমরান ওয়াশিং, আজান ওয়াশিং।

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তার জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে আবাসিক এলাকায় ওয়াশিং মিল পরিচালনা করার কারণে কেরানীগঞ্জ উপজেলার দক্ষিন কেরানীগঞ্জের আগানগর ও শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় গড়ে ওঠা প্রায় ২১টি ওয়াশিং মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলো। এ অভিযান পরবর্তীতে চলমান থাকবে।

পরিবেশ অধিদপ্তরের উপসচিব রুবিনা ফেরদৌস জানান, আবাসিক এলাকায় ওয়াশিং ও ডায়িং কারখানা কোনভাবেই রাখা যাবে না। কেরানীগঞ্জে আবাসিক এলাকায় প্রায় শতাধিক অবৈধ ওয়াশিং কারখানা রয়েছে। আজকে (গতকাল) যে সব কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তারা আবাসিক এলাকা থেকে কারখানা সরিয়ে না নেওয়া পর্যন্ত তাদের সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন থাকবে। যারা এ আদেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host