সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
কৈবর্তপাড়া রাস্তার বেহাল দশা”,সংবাদ প্রকাশের পরপরই রাস্তার উন্নয়ন কাজ শুরু।
নিজস্ব প্রতিবেদক কেরানীগঞ্জ ঢাকা।,,,
গত ১৪ই অক্টোবর”কৈবর্তপাড়া রাস্তার বেহাল দশা” শিরোনামে শীর্ষস্থানীয় অনলাইন সবসময় সংবাদ এ রিপোর্ট প্রকাশের পরপরই রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ।
সরেজমিনে গিয়ে ও স্থানীয় লোকজনের সাথে আলাপ করে জানা যায় সংবাদ প্রকাশের পরপরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ ইকবাল হোসেন স্থানীয় মেম্বার মুনতাসির মিলন কে নিয়ে রাস্তা পরিদর্শন করে সংস্কারের নির্দেশ দেন। নির্দেশের দুদিন পর থেকেই রাস্তার উপরে থাকা দুটি ড্রেনের ঢালাই দেওয়া হয়েছে এবং রাস্তা আরসিসি ঢালাই এর জন্য মাটি ভরাট করা হয়েছে ঢালাই এর জন্য রড বালুসহ অন্যান্য উপকরণ জমিয়ে রাখা হয়েছিল। কিন্তু গত কয়েক দিন সারাদেশে অব্যাহত বৃষ্টির কারণে রাস্তা ঢালাইয়ের কাজ বন্ধ থাকার পর আজ (২৮শে অক্টোবর) সকালে স্থানীয় মেম্বার মুনতাসির মিলন তত্ত্বাবধানে ঢালাই কাজ শুরু হয়।
এ প্রসঙ্গে মেম্বার মুনতাসির মিলন বলেন করোনার কারণে অফার না থাকার দরুন এতদিন রাস্তা সংস্কারের কাজ বন্ধ ছিল এলাকাবাসীর সুবিধার্থে চেয়ারম্যান আমাকে নিজস্ব অর্থায়নে রাস্তা ঢালাই দেওয়ার কথা বলায় আমি নিজস্ব অর্থায়নে থেকে এই ঢালাইয়ের ব্যবস্থা করেছি।এলপিজি-৩ এর অর্থায়নে এই রাস্তা সংস্কার হওয়ার কথা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন (এলপিজি-৩) ২০২০-২১ অর্থবছরের টাকা এখনো হাতে পাইনি।
এসময় এলাকার স্থানীয় মুরুব্বী ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ কেরানীগঞ্জ থানা সভাপতি সুলতান আহমদ বলেন, আমরা চেয়ারম্যান মেম্বার কে অনেকবার বলার পরেও এই রাস্তা সংস্কার করেনি, আপনাদের রিপোর্টের কারণে আজ এই রাস্তার ঢালাই কাজ শুরু হয়েছে। তাই জন্য আমার ও মহল্লাবাসীর পক্ষ থেকে গণমাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছি।