বুধবার, ১৬ Jul ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
কেরানীগঞ্জে ৮জন স্বাস্থ্যকর্মী পুলিশসহ করোনা পজেটিভ ১০৩জন
কেরানীগঞ্জ প্রতিনিধিঃ
স্বাস্থ্যকর্মী পুলিশসহ নতুন করে পজেটিভ হয়েছেন ৮ জন। এনিয়ে কেরানীগঞ্জে ১০৩ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ্য হয়েছেন আরো ৩ জন। সবমিলিয়ে সুস্থ্য হয়েছেন ৬ জন।মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসাইন।
নতুন সনাক্তদের মধ্যে শুভাঢ্যা ইউনিয়নে ৩ জন, আগানগরে ২ জন, জিনজিরায় ২ জন ও শাক্তার ১ জন রয়েছেন।শুভাঢ্যার চুনকুটিয়া এলাকায় ৩৪ বছরের এক নারী স্বাস্থ্যকর্মী (সিএইচিসপি, কমিউনিটি ক্লিনিক), খেজুরবাগ এলাকায় ৫২ বছরের এক ব্যক্তি ও ইকুরিয়া বেপারীপাড়া এলাকায় দক্ষিন কেরানীগঞ্জ থানার একজন এএসআই পজেটিভ হয়েছেন।
আগানগর ব্রীজ রোড এলাকায় স্বামী স্ত্রী আক্রান্তদের বয়স যথাক্রমে ৪২ ও ৩২।জিনজিরার মনুবেপারীর ঢালে ২৬ বছরের এক যুবক ও ছাটগাঁও এলাকায় ১৬ বছরের এক কিশোর আক্রান্ত হয়েছে।
এছাড়াও শাক্তার আটি দাড়িপাড়া এলাকায় ২৭ বছরের এক যুবকের রিপোর্ট পজেটিভ এসেছে।