মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
কেরানীগঞ্জে লকডাউন এর প্রথম দিনেই ১৮ জন আটক ও জেল জরিমানা কার্যক্রম পরিচালনা করা হয়।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউনে
কেরানীগঞ্জে প্রথম দিনেই সকাল থেকে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে
উপজেলার প্রাণকেন্দ্র কদমতলী আশেপাশে জনসাধারণের চলাচল সীমিত হলেও পাড়া মহল্লার দোকানপাট বেশির ভাগই খোলা ছিল। বৃষ্টিকে উপেক্ষা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ স্থানীয় থানা পুলিশ ও বিজিবি কে নিয়ে টহল অব্যাহত রেখেছে।
এসময় হোটেল রেস্তোরায় বসে খাওয়া অপরাধে ও, হার্ডওয়ার, জুতা দোকান স্যান্ডেলের দোকান খোলা সহ বিভিন্ন অপরাধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী ও মডেল থানার রোহিতপুর এবং কালিন্দী ইউনিয়নে বিভিন্ন এলাকা থেকে ১৮ জনকে আটক করা হয়েছে। এরপর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে১৪ জনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৪ জন কে অর্থদণ্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা ।হলেন, আরিফ, এনামুল হক জামাল,
জহির,সাইফুল,ইসরাফিল ,বাবুল, সোহল রানা, আবুল হাসেম, সোহেল প্রমুখ।
এ সময় কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল,
২৬ বিজিবি ঢাকা ব্যাটেলিয়নের সুবেদার কবির আহমেদ, কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ উপস্থিত ছিলেন। এই অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা প্রশাসক