বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false} কেরানীগঞ্জে অনুষ্ঠিত হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

কেরানীগঞ্জ সংবাদদাতা।
ঢাকার কেরানীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে কেরানীগঞ্জের কদমতলী লায়ন মার্কেটের সামনে বিএনপির ধানের শীষের সমর্থক গোষ্ঠীর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফাতেমা বেগম জামে মসজিদের খতিব মুফতি হাবিবুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এলাকার বিএনপি নেতা ও দক্ষিন কেরানীগঞ্জ থানার যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল সিকদার।
এসময় বক্তব্যে মোঃ কামাল সিকদার বলেন, “আমরা কেউ হিংসার রাজনীতি করবো না। আমরা সবাই বিএনপিকে ভালোবাসবো এবং ধানের শীষের পক্ষে ভোট চাইবো। সবার সহযোগিতায় যেন বিএনপি আবার ক্ষমতায় আসতে পারে, সে জন্য আমরা শান্তিপূর্ণভাবে রাজনীতি করবো। আমরা কেউ নিজেরা হিংসা করবো না এবং জনাব তারেক রহমানের নির্দেশ মেনে চলবো।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ লিটন, মোঃ হাসান, মোঃ কখন, মোঃ আলমগীর, মোঃ রুবেল হোসেন, মোঃ আল-আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।