শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
কেরানীগঞ্জে মক্কা বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডারে আগুন,লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু
কেরানীগঞ্জে মক্কা বিরিয়ানি হাউজ নামে একটি বিরিয়ানির দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই দোকানের আসবাবপত্র পুড়ে গিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সকালে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আগানগর ছোট মসজিদের সামনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দোকানের মালিক মো পারভেজ জানান, হটাৎ করেই দোকানে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে দোকানের ফ্রিজ ও অন্যান্য আসবাবপত্র পুড়ে গিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিরানি দোকানের পাশে একটি কেমিক্যালের দোকান ছিল তার কোনো ক্ষতি হয়নি বলে জানান এলাকাবাসী ,