শুক্রবার, ১৮ Jul ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে আগুন
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের বেলনা দক্ষিণ পাড়ায় এক প্রবাসীর বাসায় আগুন লেগে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টা ১৫ মিনিটের দিকে সৌদি প্রবাসী সিরাজ মিয়ার বাসায় আগুন লেগে বাসার ফ্রিজ, টেলিভিশন, আসবাপত্র, নগদ ৬০ হাজার টাকাসহ আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে ।
ক্ষতিগ্রস্ত সিরাজ মিয়ার ছেলে সোহান জানান, বেলা ১২ টার দিকে আমার মা আমাকে রেখে বাজারে গেলে আমি আশেপাশেই ছিলাম। হঠাৎ লোকজনের হৈহল্লা শুনে দৌড়ে এসে দেখি আমাদের ঘরে আগুন জ্বলছে। পরে প্রথমে প্রতিবেশী অতঃপর ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই ঘর সহ আসবাপত্র পুড়ে যায়। এতে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আতিকুল আলম চৌধুরী জানান, আমরা ফোনের মাধমে জানতে পারি কলাতিয়া ইউনিয়নের বেলনা দক্ষিণ পাড়ায় আগুন লেগেছে। খবর শুনা মাত্র এলাকাবাসীর সহযোগিতায় আধা ঘণ্টা প্রচেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
কলাতিয়া পুলিশ ফাঁড়ির প্রধান এস আই নয়ন মিয়া সকালে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্নয় করতে চেষ্টা করছি। ধারণা করা হচ্ছে এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।